দেখুন, পুল করতে গিয়ে উইকেটকিপারকে আঘাত করে হাসপাতালে পাঠালেন ব্যাটসম্যান
Web Desk, ABP Ananda | 13 Feb 2017 09:57 AM (IST)
অ্যাডিলেড: ফের অস্ট্রেলিয়ার ক্রিকেট মাঠে দুর্ঘটনা। এবার পুল করতে গিয়ে সজোরে উইকেটকিপারের মাথায় আঘাত করে বসলেন ব্যাটসম্যান। তবে হেলমেট থাকায় গুরুতর আঘাত পাননি সংশ্লিষ্ট উইকেটকিপার। এই দুর্ঘটনা ঘটেছে শেফিল্ড শিল্ডের ম্যাচে। দক্ষিণ অস্ট্রেলিয়ার বাঁ হাতি ব্যাটসম্যান জেক লেম্যানের ব্যাটের আঘাতে আহত হয়েছেন বুশ রেঞ্জার্সের উইকেটকিপার স্যাম হার্পার। তিনি আঘাত পেয়ে মাঠে লুটিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে স্ক্যান ও নানারকম পরীক্ষা করা হয়। এই পরীক্ষায় জানা গিয়েছে, মস্তিষ্কে রক্তক্ষরণ বা হাড়ে চিড় ধরেনি। ফলে এক রাত কাটানোর পরেই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন হার্পার। এর আগে বিগ ব্যাশ লিগে ব্র্যাড হজের ব্যাটের আঘাতে মাথায় চোট পেয়েছিলেন মেলবোর্ন রেঞ্জার্সের উইকেটকিপার ফিল নেভিল। ফের সেই ঘটনা দেখা গেল অস্ট্রেলিয়ান ক্রিকেটে। দেখুন সেই ঘটনা