মোহালি: চলতি ভারত-ইংল্যান্ড সিরিজে বিতর্কের শেষ নেই। বিশেষ করে মোহালিতে চলতি টেস্টে নিত্যনতুন বিতর্কের জন্ম হচ্ছে। ইংল্যান্ডের সংবাদমাধ্যমের পর এবার ক্রিকেটাররাও ভারতীয় ক্রিকেটারদের বিরুদ্ধে একের পর এক হাস্যকর অভিযোগ করছেন। এই তালিকায় নতুন সংযোজন ভারতের ওপেনার মুরলী বিজয়ের বিরুদ্ধে ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’-এর হাস্যকর অভিযোগ আনল অ্যালেস্টার কুকের দল।

যে ঘটনাকে কেন্দ্র করে এই বিতর্ক, সেটা তৃতীয় টেস্টের দ্বিতীয় দিন সকালে ভারতীয় ইনিংসের শুরুতে ঘটে। ইংল্যান্ডের পেসার জেমস অ্যান্ডারসনের একটি বল সোজা ব্যাটে খেলেন বিজয়। বলটি বোলারের কাছে গেলে তিনি সজোরে উইকেট লক্ষ্য করে ছুঁড়ে দেন। বিজয় তখনও নিজের জায়গায় দাঁড়িয়েছিলেন। বলটি তাঁর প্যাডে লাগে। এরপরেই ইংল্যান্ডের ক্রিকেটাররা হইচই শুরু করে দেন। তাঁদের দাবি, বিজয় যেহেতু ক্রিজের সামান্য বাইরে ছিলেন, তাই তাঁকে আউট ঘোষণা করতে হবে। কিন্তু বিজয় বল আটকানোর কোনওরকম চেষ্টা না করায় আম্পায়াররা ইংল্যান্ডের ক্রিকেটারদের আবেদনে সাড়া দেননি।

প্রথমে ভারতের অধিনায়ক বিরাট কোহলির বিরুদ্ধে বল বিকৃত করার অভিযোগ, তারপর বেন স্টোকসের সঙ্গে কোহলির ঝামেলা, যার জেরে ম্যাচ রেফারি স্টোকসকে তিরস্কার করেছেন। কিন্তু তাতেও ইংল্যান্ডের ‘অক্রীড়ামূলক’ আচরণে বদল নেই।

দেখুন, বিজয়কে কেন্দ্র করে হওয়া বিতর্কের ভিডিও