পুনে: পুনেতে মহারাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে আইপিএলের ম্যাচ চলাকালে কথা কাটাকাটি কলকাতা নাইড রাইডার্সের অধিনায়ক গৌতম গম্ভীর ও রাইজিং পুনে সুপার জায়েন্টসের ক্রিকেটার মনোজ তিওয়ারির মধ্যে।
গত বুধবার গম্ভীরের দল ওই ম্যাচে পুনেকে ৭ উইকেটে হারায়। গম্ভীর করেন ৪৬ বলে ৬২ রান। ব্যাটিংয়ের সময় গম্ভীরকে মনোজ তিওয়ারিকে লক্ষ্য করে কিছু বলতে দেখা যায়। পাল্টা জবাব দেন মনোজও। সিঙ্গল নিয়ে নন স্ট্রাইকিং প্রান্তে গম্ভীর চলে যাওয়ার পরও এই বাক্য বিনিময় চলতেই থাকে।





অতীতেও মাঠে একে অপরের সঙ্গে বচসায় জড়িয়েছেন গম্ভীর ও মনোজ। ২০১৫-তে দিল্লি বনাম বাংলার রঞ্জি ম্যাচে দুজনের মধ্যে উত্তপ্ত কথা কাটাকাটি হয়েছিল।
উল্লেখ্য, মনোজকে গত বছরই রিলিজ করে দেয় নাইট রাইডার্স। নিলামে তিনি অবিক্রিত থেকে গিয়েছিলেন। তবে শেষপর্যন্ত তাঁর বেস প্রাইসে তাঁকে দলে নেয় পুনে।