নয়াদিল্লি: সদ্যসমাপ্ত টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে আর অশ্বিনকে ঠিকমতো ব্যবহার করেননি ভারতের অধিনায়ক ধোনি। আর এজন্য নাকি ধোনির সঙ্গে অশ্বিনের সম্পর্কে চিড় ধরেছে। কিন্তু এই ধরনের জল্পনা সরাসরি খারিজ করে দিয়ে ধোনি বলেছেন, বহু কঠিন পরিস্থিতি অশ্বিন দলের ত্রাতা হয়ে উঠেছেন। এবার এমন একটি ভিডিও প্রকাশ্যে এল যাতে দেখা যাচ্ছে, বিরাট কোহলিকে সঙ্গে নিয়ে অশ্বিনের সঙ্গে মজা করছেন ধোনি। একটি বিজ্ঞাপনের শ্যুটিংয়ের সময় অশ্বিনের হিন্দি ভাষায় দক্ষতা নিয়ে রসিকতা করতে দেখা গেল ধোনি ও কোহলিকে।
ওই বিজ্ঞাপনের শ্যুটিংয়ের অবকাশে ধোনি ছবির গুণমান সম্পর্কে বলেন, ‘ইয়ে পিকচার কোয়ালিটি বকওয়াস হ্যায়’। সঙ্গে সঙ্গে কোহলি বলেন, ‘তেরি হিন্দি সে তো আচ্ছা হ্যায়’। এরপরই তিনজন হাসিতে ফেটে পড়েন।

অন্য একটি ভিডিও ক্লিপ দেখে মনে হচ্ছে, অশ্বিন কয়েকটি শব্দ ভুলে গিয়েছেন। ধোনি তখন বলেন, ডায়লগ ভুলে গেছ! আবারও তিনজন একসঙ্গে হেসে ওঠেন।