ডিআরএস সিস্টেমের ব্যবহারে এখনও পর্যন্ত খুব একটা সাফল্য নেই ভারতের। এরইমধ্যে ডিআরএস সিস্টেমও সঠিক করে জানাতে পারল না প্যাডে লাগার আগে বল কোহলির ব্যাট ছুঁয়েছিল কিনা।
জোশ হ্যাজেলউডের বলে আম্পায়ার নিগেল এললোং কোহলিকে লেগ বিফোর আউট দেন। হ্যাজেলউডের অফ-কাটার একটু নিচু হয়েছিল। বোলারের আবেদনে সাড়া দেন আম্পায়ার। কোহলি অবশ্য আত্মবিশ্বাসী ছিলেন যে, বলটি তাঁর ব্যাটে লাগার পরই প্যাডে লেগেছে। তাই তিনি আম্পায়ারের সিদ্ধান্ত রিভিউ করতে বলেন।
রিপ্লেতে স্পষ্ট যে, বল স্ট্যাম্পে লাগত। কিন্তু রিপ্লে বারবার দেখেও স্পষ্ট হয়নি, বলটি প্রথমে প্যাডে লেগেছিল, না ব্যাটে। থার্ড আম্পায়ার রিচার্ড ক্যাটেলবোরো বারবার রিপ্লে দেখেও এ ব্যাপারে নিশ্চিত হতে পারেননি।
থার্ড আম্পায়ার বলের প্রথমে ব্যাটে লাগার কোনও ‘সু্স্পষ্ট প্রমাণ’ না পাওয়ায় মাঠের আম্পায়ারের সিদ্ধান্তই বহাল থাকে। কোহলিকে প্যাভিলিয়নে ফিরে যেতে হয়।