দেখুন, আট নম্বর টেস্টে প্রথম রান করলেন পাকিস্তানের ইমরান খান জুনিয়র
Web Desk, ABP Ananda | 28 Nov 2016 08:54 AM (IST)
হ্যামিলটন: পাকিস্তানের সিনিয়র ইমরান খান ছিলেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার। আর জুনিয়র ইমরান খান আট নম্বর টেস্টে প্রথম রান করে লজ্জাজনক রেকর্ড গড়লেন। তাঁর আগে টেস্টে প্রথম রান করার জন্য কোনও ক্রিকেটারকে এত ম্যাচ অপেক্ষা করতে হয়নি। সিনিয়রের মতোই জুনিয়র ইমরানও পেসার। তবে তাঁর ব্যাটের হাত মোটেই ভাল নয়। ২০১৪ সালের ২২ অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট অভিষেক হয় ইমরানের। দু বছরেরও বেশি সময় পরে তিনি টেস্টে প্রথম রান করলেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে টিম সাউদির বলে টেস্টে প্রথম রান করেছেন ইমরান। ‘রেকর্ড’ গড়ার পর দর্শকরা তাঁকে অভিনন্দন জানান। ইমরানও ব্যাট তুলে পাল্টা সৌজন্য দেখান। দেখুন, ইমরানের প্রথম রানের ভিডিও