এদিন প্রথমে উত্তাপ ছড়ায় কোহলির একটি থ্রো ঘিরে। বল ধরে উইকেটকিপার পার্থিব পটেলের দিকে ছুঁড়ে দেন ভারতের অধিনায়ক। তবে বলটি বেয়ারস্টোর হাতে লাগে। এরপরেই শুরু হয়ে যায় দু জনের তর্ক। আম্পায়াররা তখনকার মতো পরিস্থিতি সামাল দেন। তবে স্টোকস আউট হওয়ার পর ঝামেলা বাড়ে। রবীন্দ্র জাডেজার বলে স্ট্যাম্প আউট হন স্টোকস। এরপরেই তাঁকে কিছু বলেন কোহলি। ঘুরে দাঁড়িয়ে জবাব দেন স্টোকস। পাল্টা তাঁকে প্যাভিলিয়নের পথ দেখিয়ে দেন কোহলি। আম্পায়াররা দু জনকে শান্ত করেন। স্টোকস প্যাভিলিয়নে ফিরে যান।
প্রথম দিনের খেলার শেষে সাংবাদিক সম্মেলনে এসে বেয়ারস্টো ও উমেশ যাদব মাঠের ঝামেলা নিয়ে মুখ খোলেননি। দু জনেই দাবি করেন, কোহলি ও স্টোকসের মধ্যে ঠিক কী কথা হয়েছে, সেটা তাঁরা শুনতে পাননি।