কলকাতা: মাস্টার-ব্লাস্টার সচিন তেন্ডুলকর তাঁর ব্যাটিং দক্ষতায় সারা বিশ্বকে মুগ্ধ করেছেন। দুই দশকের বেশি সময় ধরে বিশ্ব ক্রিকেটকে শাসন করেছে তাঁর ব্যাট। তাঁর ব্যাটিং ভারতকে বহু ম্যাচ জিতিয়েছে। কিন্তু ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও বেশ কয়েকবারই প্রতিপক্ষকে ব্যাকফুটে ঠেলে দিয়েছেন।


সচিন নিজেই জানিয়েছেন যে, তিনি ব্যাটসম্যান নয়, বোলার হতে চেয়েছিলেন। কিন্তু কিংবদন্তী ব্যাটসম্যান হিসেবেই তাঁর খ্যাতি। যদিও হাত ঘুরিয়েও বহুবার দলের স্মরণীয় জয় এনে দিয়েছেন তিনি।টেস্টে ৪৬ এবং একদিনের ক্রিকেটে ১৫৪ টি উইকেট নিয়েছেন তিনি।

সচিনের বোলিং দক্ষতার একটা নমুনা ২০০১-এ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইডেন টেস্টে দেখা গিয়েছিল। ওই টেস্ট ভিভিএস লক্ষ্মণের ২৮১ রান ঐতিহাসিক রানের জন্য বিখ্যাত। লক্ষ্মণ ও রাহুল দ্রাবিড়ের জুটিতে ৩৭৬ রানে ভর করে অস্ট্রেলিয়ার রাশ থেকে ম্যাচ বের করে এনেছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভারত। ওই ম্যাচে ব্যাট হাতে সফল হননি সচিন।

কিন্তু বল হাতে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন সচিন। আসলে ম্যাচের শেষদিন বোলারদের প্রান্ত বদলের জন্য সচিনকে দিয়ে একটা ওভার করাতে চেয়েছিলেন অধিনায়ক সৌরভ।  কিন্তু ওই ওভারেই অ্যাডাম গিলক্রিস্টের উইকেট তুলে নেন সচিন।

এরপর সৌরভ আর সচিনকে সরাননি। পরের দুই ওভারে ম্যাথু হেডেন ও শ্যেন ওয়ার্নকে তুলে নিয়ে ম্যাচের রঙটাই বদলে দেন সচিন।