নয়াদিল্লি: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪ ম্যাচের টেস্ট সিরিজের জন্য ভারতীয় দল ঘোষনা করলেন নির্বাচকরা। দলে ফিরে আসছেন ওপেনার মুরলী বিজয় এবং রোহিত শর্মাও। রোহিতকে টেস্ট দলে ফেরানো নিয়ে নির্বাচকদের প্রধান এমএসকে প্রসাদ বলেছেন, ‘‘রোহিত ভাল ব্যাকফুটের ব্যাটসম্যান। তা ছাড়া ওর ব্যাটিং স্টাইল অস্ট্রেলিয়ার পরিবেশের পক্ষে মানানসই। সেই জন্যই ওকে অস্ট্রেলিয়ায় টেস্ট দলে রাখা হচ্ছে।’ বিজয়কে ফের টেস্ট দলে নেওয়ার প্রসঙ্গে প্রসাদ বলেছেন, বিজয় ব্যাটে পারফর্ম করছেন। অস্ট্রেলিয়া সিরিজের তীব্রতার কথা বিবেচনা করে তাঁকে ফেরানো হল। চোট সারিয়ে দলে ফিরেছেন ইশান্ত শর্মাও।
দলে উইকেটরক্ষক হিসেবে নেওয়া হয়েছে ঋষভ পন্তকে। তাঁর ব্যাক আপ হিসেবে থাকছেন পার্থিব পটেল।
অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে ময়াঙ্ক অগ্রবাল ও মহম্মদ সিরাজকে দলে নেওয়া হয়েছিল। কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে তাঁদের দলের বাইরে রাখা হল।
এছাড়াও, হার্দিক পটেলকেও চোটের জন্য দলে নেওয়া হয়নি।নির্বাচক কমিটির প্রধান বলেছেন, হার্দিক এখনও চোট সারিয়ে উঠতে পারেননি। তাঁকে কমপক্ষে ১৫ নভেম্বর পর্যন্ত মাঠের বাইরে থাকতে হবে। হার্দিক পান্ড্যর বিকল্প অলরাউন্ডার হিসেবে কোনও ক্রিকেটারের নাম নিয়ে আলোচনা হয়নি। এক্ষেত্রে ভূবনেশ্বর সেই ভূমিকা পালন করতে পারেন। কারণ, তিনি ব্যাটিংও করতে পারেন।
টেস্ট দল-বিরাট কোহলি (অধিনায়ক),মুরলী বিজয়, কেএল রাহুল, পৃথ্বী শ, চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে, হনুমা বিহারী, রোহিত শর্মা, ঋষভ পন্ত, পার্থিব পটেল, আর অশ্বিন, রবীন্দ্র জাডেজা, কুলদীপ যাদব, মহম্মদ সামি, ইশান্ত শর্মা, উমেশ যাদব, জসপ্রিত বুমরাহ, ভূবনেশ্বর কুমার