ম্যাঞ্চেস্টার: বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া। ভারত বনাম পাকিস্তান ম্যাচ দিয়ে প্রথম বিশ্বকাপ ম্যাচ খেলা। তার ওপর আবার প্রথম ডেলিভারিতেই উইকেট। রোহিত শর্মার শতরান, রাহুলের ওপেনিং ব্যাটিং, কোহলির বিতর্কিত আউট, কুলদীপের বোলিং এসব নিয়ে আলোচনা হওয়ার পরও কিন্তু নজরে আছেন তামিল ক্রিকেটার বিজয় শঙ্কর। আর তিনি ভীষণ রকম ভাবেই চর্চায় আছেন তাঁর পারফরম্যান্স দিয়ে।
ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, তিন ডিপার্টমেন্টেই বিজয় শঙ্কর সক্ষম। ব্যাটিং করতে পারবেন যে কোনও জায়গায়। এই তো পাকিস্তান ম্যাচের কথাই ধরে নেওয়া যাক। ব্যাটিং অর্ডারে ছিলিন চারে। অথচ খেললেন ছয়ে। ১৫ বলে ১৫ রানের ইনিংসও খেললেন। আর বোলিং? ভুবনেশ্বর কুমারের চোটের পর ওভার শেষ করতে যখন বল করতে এলেন, প্রথম ডেলিভারিতেই উইকেট। পাকিস্তানের ওপেনার ইমাম-উল-হক-কে আউট করে ভারতের জন্য ব্রেক থ্রু যেমন এনে দিলেন তেমনই বিশ্বকাপেও নিজের ঝুলি ভরতে শুরু করলেন। পাকিস্তানের বিরুদ্ধে ৫ ওভার ২ বল করে ২টি উইকেট তুলে নিয়েছেন বিজয় শঙ্কর। রান দিয়েছেন ২২। ব্যাটে বলে এমন অলরাউন্ড পারফর্ম্যান্স করে এই ভারতীয় অলরাউন্ডার স্বাভাবিকভাবেই খুশি। তিনি বলছেন, “আমি ভাল ব্যাটে করেছি এবং বোলিং আমাকে আরও উপযোগী করে তুলেছে।” একই সঙ্গে তিনি বলছেন, বিশ্বকাপের প্রথম বলে উইকেট পাওয়া তাঁর কাছে ‘সারপ্রাইজ’। তবে নিজের বোলিং নিয়ে একেবারেই অবাক নন তিনি। দলের প্রয়োজনে যেমন ফিনিশার হতে পারবেন তেমনই প্রয়োজনে উইকেটও এনে দিতে পারবেন, এতটাই আত্মবিশ্বাসী বিজয় শঙ্কর।
পাকিস্তান ম্যাচে সুযোগ পেয়ে ভারতীয় দলের এই অলরাউন্ডার বলছেন, “পাকিস্তান ম্যাচ দিয়ে বিশ্বাকাপে অভিষেক করা সত্যি সৌভাগ্যের। অনেক মানুষ এই ম্যাচ দেখেছেন। এমন অভিজ্ঞতা সচরাচর পাওয়া যায় না। আমি চূড়ান্ত উপভোগ করেছি।”