নয়াদিল্লি: অলিম্পিক্স থেকে পদক জয়ের ব্যাপারে তিনি ছিলেন অন্যতম দাবিদার। কিন্তু টোকিওয় সকলকে হতাশ করেছেন বিনেশ ফোগত। কুস্তিতে পদক পাননি। খালি হাতেই ফিরতে হয়েছে তাঁকে।


এবার বিনেশের জন্য আরও উদ্বেগের খবর। আচরণগত সমস্যার জন্য তাঁকে সাময়িকভাবে নির্বাসিত করল ভারতীয় কুস্তি সংস্থা।


শৃঙ্খলাভঙ্গের গুরুতর অভিযোগ উঠেছে বিনেশের বিরুদ্ধে। শৃঙ্খলাভঙ্গের গুরুতর অপরাধে দেশের তারকা কুস্তিগীর বিনেশ ফোগতকে সাময়িক নির্বাসিত করল ডব্লিউএফআই। বলা হচ্ছে, টোকিওয় তিনটি নিয়ম ভেঙেছেন মহাবীর ফোগতের কন্যা। এই নির্বাসনের বিরুদ্ধে ডব্লিউএফআইের কাছে আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য পেশ করার জন্য ১৬ অগাস্ট পর্যন্ত সময় দেওয়া হয়েছে বিনেশকে।


হাঙ্গেরিতে বিদেশি কোচ উলার আকোসের সঙ্গে প্রস্তুতি সেরে টোকিওতে অলিম্পিক্সে অংশ নিতে গিয়েছিলেন বিনেশ। পদক জয়ের অন্যতম দাবিদার ছিলেন তিনি। কুস্তির ফ্রি স্টাইলে ৫৩ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে হেরে বিনেশের অলিম্পিক্স অভিযান শেষ হয়।


বিনেশের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ উঠেছে। বলা হচ্ছে যে, গেমস ভিলেজে থাকতে ও বাকি ভারতীয় সতীর্থদের সঙ্গে ট্রেনিং করতে অস্বীকার করেছিলেন তিনি। এমনকী, বিনেশ সরকারি স্পনসর শিব নরেশের সিঙ্গলেট (কুস্তির পোশাক) না পরে অন্য সংস্থার সিঙ্গলেট পরেছিলেন। ভারতীয় কুস্তি সংস্থার এক কর্তা সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, “এটি গুরুতর নিয়মভঙ্গের ঘটনা। বিনেশ ফোগতকে যাবতীয় কুস্তির কার্যকলাপ থেকে নির্বাসিত করা হয়েছে সাময়িকভাবে। এই সময়ের মধ্যে কোনও জাতীয় বা ঘরোয়া কুস্তির প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না উনি। ইন্ডিয়ান অলিম্পিক্স অ্যাসোসিয়েশন আমাদের বিনেশের ব্যাপারে নোটিস দিয়েছে। তার প্রেক্ষিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।"


কমনওয়েলথে গেমসে জোড়া সোনা জেতার পাশাপাশি বিনেশ এশিয়ান গেমসেও সোনা জয়ী কুস্তিগীর। অলিম্পিক্সে নামার আগে হাঙ্গেরির বুদাপেস্টে তিন মাসের কাছাকাছি প্রস্তুতিও সেরেছিলেন তিনি। অলিম্পিক্সে ৫৩ কেজির বিভাগে শীর্ষ বাছাইও ছিলেন ভিনেশ। তাঁর কাছ থেকে পদক প্রত্যাশা ছিল তুঙ্গে। তবে হতাশ করেছেন বিনেশ। টোকিও থেকে ফিরেছেন খালি হাতেই।