নয়া দিল্লি : আগামী ১৩ অগাস্ট ফিট ইন্ডিয়া ফ্রিডম রানস ২.০-র উদ্বোধন করবেন কেন্দ্রীয় ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী অনুরাগ ঠাকুর। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে একথা জানান সংশ্লিষ্ট দফতরের সচিব ঊষা শর্মা। ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ক্রীড়া ও যুব বিষয়ক দফতরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকও। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যোগ দেবে বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ, রেল, এনওয়াইকেএস, আইটিবিপি, এনএসজি ও এসএসবি। তাছাড়া বিভিন্ন ঐতিহাসিক জায়গায় ৭৫টি ফিজিক্যাল ইভেন্ট হবে ওইদিনই।
প্রসঙ্গত, আজাদি কা অমৃত মহোৎসব-ভারত @ ৭৫-এর অংশ হিসেবে কেন্দ্রীয় ক্রীড়া ও যুব বিষয়ক দফতরের তরফে গোটা দেশে ফিট ইন্ডিয়া ফ্রিডম রানস ২.০-র আয়োজন করা হচ্ছে। প্রতি সপ্তাহে দেশের বিভিন্ন জেলা ও ৭৫টি গ্রামে অনুষ্ঠানের আয়োজন করা হবে। ২ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠান চলবে। দেশের ৭৪৪টি জেলা, ৭৫টি গ্রাম ও ৩০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে ফিট ইন্ডিয়া ফ্রিডম রানস-এর আয়োজন করা হবে। দৌড়ে অংশ নেবেন ৭.৫০ কোটির বেশি নাগরিক।
কেন্দ্রীয় ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রীর তরফে বলা হয়েছে, আমরা স্বাধীনতার ৭৫তম বছর উদযাপন করব। সেই উপলক্ষে আমাদের ফিট ও স্বাস্থ্যসম্মত ভারত গড়ার প্রতিশ্রুতি গ্রহণ করতে হবে। তখনই শক্তিশালী ভারত গড়ে উঠবে। তাই সকলের কাছে আমার অনুরোধ, আপনারা দেশব্যাপী ফিট ইন্ডিয়া ফ্রিডম রানস ২.০-এ অংশ নিন। এটাকে জন আন্দোলনে পরিণত করুন।
এবার ফিট ইন্ডিয়া ফ্রিডম রানস ২.০-র শুরু হচ্ছে ১৩ অগাস্ট। শেষ ২ অক্টোবর। এই কর্মসূচির মূল লক্ষ্য, ফিটনেসের দিকে নজর দেওয়া। রোজ দৌড়ানো। তার হাত ধরে স্থূলতা, আলস্য, উদ্বেগ, চিন্তা, রোগ থেকে মুক্তি পাওয়া। এই অভিযানের মাধ্যমে দেশবাসীর কাছে এই বার্তা পৌঁছে দেওয়া হবে, তাঁরা যেন দৈনন্দিন অন্তত আধ ঘণ্টা করে শরীর চর্চা করেন-"ফিটনেস কি ডোজ আধা ঘণ্টা রোজ"।