নয়াদিল্লি: প্যারিস অলিম্পিক্সে পদক নিশ্চিত করে ফেলার পরেও তাঁকে বাতিল করা হয়েছিল। নির্ধারিত মাপকাঠির চেয়ে বেশি ওজন হওয়ায়। পদক পাওয়ার জন্য দীর্ঘ আইনি লড়াই চালিয়েছিলেন বিনেশ ফোগত। (Vinesh Phogat)। কিন্তু লাভ হয়নি। আন্তর্জাতিক ক্রীড়া আদালতে তাঁর দাবি নাকচ হয়ে যায়। 


অলিম্পিক্সের পর কেটে গিয়েছে বেশ কিছুদিন। সেই ঘটনায় এবার জাতীয় অলিম্পিক সংস্থার (IOA) প্রেসিডেন্ট পি টি ঊষাকে (PT Usha) কাঠগড়ায় তুললেন বিনেশ। 


প্রথম ভারতীয় মহিলা হিসাবে অলিম্পিক্স কুস্তির ফাইনালে জায়গা করে নিয়েছিলেন বিনেশ। কিন্তু অল্পের জন্য পদক হারাতে হয় তাঁকে। নিদেনপক্ষে রুপো পেতেনই তিনি। কিন্তু ওজনের কারণে বাতিল হয়ে যাওয়ায় খালি হাতে ফিরতে হয় বিনেশকে। জানা গিয়েছিল, মহিলাদের ৫০ কেজি ফ্রি স্টাইল কুস্তি বিভাগে ফাইনালের দিন সকালে মাত্র ১০০ গ্রাম ওজন বেশি হয়েছিল বিনেশের। সেই কারণেই তাঁকে বাতিল করা হয়। যা নিয়ে এবার পি টি ঊষার বিরুদ্ধে বোমা ফাটালেন বিনেশ। জানালেন, কিংবদন্তি ঊষা তাঁর পাশে দাঁড়ানোর পরিবর্তে শুধু ছবি তুলতেই ব্যস্ত ছিলেন।


একটি সাক্ষাৎকারে বিনেশ ফোগত বলেছেন, 'আমি জানি না সেখানে কী সমর্থন পেয়েছিলাম। হাসপাতালে পি টি ঊষা ম্যাডাম গিয়ে দেখা করেছিলেন। একটা ছবি তোলা হয়েছিল, যেমন আপনারা দেখেছেন। রাজনীতিতে বন্ধ দরজার পিছনে অনেক কিছু হয়। একইভাবে প্যারিসেও রাজনীতির শিকার হতে হয়েছিল আমাকে। সেই কারণেই এত ভেঙে পড়েছিলাম। নাহলে অনেকেই তো বলছেন, কুস্তি ছেড়ো না। কিন্তু কীসের জন্য কুস্তি চালিয়ে যাব! সর্বত্র শুধু রাজনীতি।'


 






বিনেশ আরও বলেছেন, 'হাসপাতালে শুয়ে আমি জানতেই পারিনি বাইরে কী হচ্ছে। জীবনের অন্যতম খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। সেই সময় লোককে দেখানোর জন্য যে, আমার পাশে রয়েছেন, আপনি না বলে ছবি তুলে নিলেন? তারপর সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করে বলছেন আপনি আমার পাশে রয়েছেন! এভাবে সমর্থন করা যায় না। পোজ দেওয়ার বাইরে ওটা আর কিছু ছিল না।'


অলিম্পিক্সের পর রাজনীতিতে যোগ দিয়েছেন বিনেশ। কংগ্রেসের টিকিটে হরিয়ানার নির্বাচনে লড়াই করবেন তিনি।





আরও পড়ুন: কাঠগড়ায় বিতর্কিত পেনাল্টি! শেষ হাসি কলম্বিয়ার, পাঁচ বছরে তৃতীয় পরাজয় আর্জেন্তিনার