অ্যাডিলেড: বিরাট কোহলির অ্যাডিলেডপ্রীত অব্যাহত। টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে (IND vs ENG) ফের একবার অ্যাডিলেড ওভালে জ্বলে উঠল বিরাট কোহলির (Virat Kohli) ব্যাট। ৩৯ বলে ৫০ রান করলেন বিরাট। পাশাপাশি প্রথম ক্রিকেটার হিসাবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে চার হাজার রানের গণ্ডি পার করে ফেললেন কোহলি। ভারত প্রথমে ব্যাট করে পাঁচ উইকেটের বিনিময়ে ১৬৮ রান তোলে। চার হাজার আন্তর্জাতিক টি-টোয়েন্টি রান পূরণ করতে ৩১ রানের প্রয়োজন ছিল কোহলির। তিনি এদিন ৫০ রানে থামলেন।


অ্যাডিলেডে রেকর্ড


যে কোনও ফর্ম্য়াট হোক না কেন, কোহলি অ্যাডিলেডে বরাবরই অনবদ্য এই ম্যাচের আগে অ্যাডিলেডে বিরাট কোহলি ১৪টি আন্তর্জাতিক ইনিংস খেলেছেন। এই মাঠে কোহলির সব ফর্ম্যাট মিলিয়ে ৭৫.৫৮ গড়ে মোট ৯০৭ রান করেছেন। টেস্ট ম্যাচে বিরাট কোহলি অ্যাডিলেডে চারটি ম্যাচ খেলেছেন। তিনি লাল বলের ক্রিকেটে এই মাঠে তিনটি শতরানের পাশাপাশি একটি অর্ধশতরানও করেছেন। ওয়ান ডে ক্রিকেটেও পরিংসখ্যান চোখ ধাঁধানো। অ্যাডিলেডে চারটি ওয়ান ডে ম্যাচ খেলে দুইটি শতরান  করেছেন বিরাট। টি-টোয়েন্টিতে দুই ম্যাচ খেলেছেন বিরাট। বিশ ওভারের ফর্ম্যাটে অ্যাডিলেডে ১৫৫.৫৫-র স্ট্রাইক রেটে বিরাটের মোট সংগ্রহ ১৫৪ রান।


 






প্রথমবার আউট


এই ম্য়াচেও তাঁর ফর্ম অব্যাহত রইল। অ্যাডিলেডে নিজের দুই টি-টোয়েন্টি ম্যাচের মতো এই ম্যাচেও অর্ধশতরান হাঁকালেন কোহলি। পাশাপাশি বিশ ওভারের ফর্ম্যাটে এই মাঠে ২০০ রানের গণ্ডিও পার করে ফেললেন তিনি। অবশ্য বাকি দুই টি-টোয়েন্টি ইনিংসের মতো এই ম্যাচে অপরাজিত থাকতে পারেননি তিনি। অর্ধশতরান পূরণ করার ঠিক পরের বলেই ক্রিস জর্ডানের বলে শর্ট থার্ড মানে ধরা দেন কোহলি। ঝাঁপিয়ে পড়ে দুরন্ত ক্যাচ ধরেন আদিল রশিদ। ততক্ষণে অবশ্য সেমিফাইনালে ভারতীয় দলকে লড়াই করার রশদের জোগান দেওয়া হয়েই গেছে। এবার দেখার ভারত ইংল্যান্ডকে হারিয়ে আট বছর পর নিজেদের প্রথম বিশ্বকাপ ফাইনালে উঠতে পারে কি না।


আরও পড়ুন: হার্দিক-কোহলির ব্যাটে ভর করে লড়াইয়ের রশদ পেল ভারত, ইংল্যান্ডের লক্ষ্য ১৬৯