আর ৫৭ রান করলেই একদিনের ক্রিকেটে দ্রুততম ১১ হাজার রানের মালিক হবেন কোহলি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 13 Jun 2019 06:23 PM (IST)
ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলির সামনে একদিনের ক্রিকেটে সবচেয়ে দ্রুত ১১ হাজার রান সংগ্রহের হাতছানি। ইতিমধ্যেই ৫০ ওভারের ক্রিকেটে দ্রুততম ১০ হাজার রান সংগ্রহের কৃতিত্ব রয়েছে তাঁর দখলে।
কোহলি আগামী দুটি ম্যাচে অন্যান্য খেলোয়াড়দের সুযোগ দেওয়ার কথাও বলেছেন। তিনি বলেছেন, আগামী দুটি ম্যাচে দলে কিছু পরিবর্তন হবে।আমি খেলোয়াড়দের ম্যাচ জেতানোর মতো পারফরম্যান্সের কথা বলতে চাই, যাতে ইংল্যান্ড যাওয়ার আগে দল ভালো ছন্দে পৌঁছে যায়।
ট্রেন্টব্রিজ: ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলির সামনে একদিনের ক্রিকেটে সবচেয়ে দ্রুত ১১ হাজার রান সংগ্রহের হাতছানি। ইতিমধ্যেই ৫০ ওভারের ক্রিকেটে দ্রুততম ১০ হাজার রান সংগ্রহের কৃতিত্ব রয়েছে তাঁর দখলে। বর্তমানে ২২১ ইনিংসে তাঁর মোট রান ১০৯৪৩। পরবর্তী ম্যাচে আর মাত্র ৫৭ রান করলেই ২২২ ইনিংস খেলে দ্রুততম ১১ হাজার রানের মাইলস্টোন ছুঁয়ে ফেলবেন ভারতের রান মেশিন।এক্ষেত্রে সচিনকে টপকে যাবেন তিনি। সচিন তেন্ডুলকর ২৭৬ ইনিংসে ১১ হাজার রান করেছিলেন। সেইসঙ্গে তৃতীয় ভারতীয় এবং বিশ্বের অষ্টম ব্যাটসম্যান হিসেবে একদিনের ক্রিকেটে ১১ হাজার রান সংগ্রহের কৃতিত্ব অর্জন করবেন তিনি। ভারতীয় ব্যাটসম্যান হিসেবে সচিন ১৮,৪২৪) ও সৌরভ গঙ্গোপাধ্যায় (১১,৩৬৩)-এর একদিনের ক্রিকেটে ১১ হাজারের বেশি রান সংগ্রহের রেকর্ড রয়েছে।