মুম্বই: আন্তর্জাতিক ক্রিকেটে আরও একটি নজিরের সামনে দাঁড়িয়ে ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। দেশের মাটিতে আন্তর্জাতিক টি-২০ ম্যাচে তাঁর রান এখন ৯৯৪। আজ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচে মাত্র ৬ রান করতে পারলেই আন্তর্জাতিক টি-২০ ম্যাচের ইতিহাসে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে দেশের মাটিতে ১,০০০ রান করার রেকর্ড গড়বেন বিরাট। তাঁর আগে নিউজিল্যান্ডের দুই ব্যাটসম্যান মার্টিন গাপটিল (১,৪৩০) ও কলিন মুনরো (১,০০০) দেশের মাটিতে আন্তর্জাতিক টি-২০ ম্যাচে ১,০০০ রান করেন।

আন্তর্জাতিক টি-২০ ম্যাচে এখনও পর্যন্ত ৭৪ ম্যাচে ৫১.২৬ গড়ে ২,৫৬৩ রান করেছেন বিরাট। তাঁর সর্বোচ্চ রান ৯৪। ভারতের মাটিতে এখনও পর্যন্ত ২৮টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন তিনি। চলতি সিরিজের দ্বিতীয় ম্যাচে সহ-অধিনায়ক রোহিত শর্মাকে টপকে ভারতের হয়ে ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণে সবচেয়ে বেশি রানের রেকর্ডও গড়েছেন বিরাট। এবার তিনি আরও একটি নজির গড়ার মুখে।