ম্যাঞ্চেস্টার: ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে পাকিস্তানের ব্যাটসম্যান বাবর আজমের তুলনা নতুন নয়। পাকিস্তানের অনেক প্রাক্তন ক্রিকেটারই বাবরকে বিরাটের সমকক্ষ বলে দাবি করেন। সম্প্রতি ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক নাসির হুসেনও একই দাবি করেছেন। এবার এই বিতর্কে যোগ দিলেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন পেসার ইয়ান বিশপও। তিনি আবার একধাপ এগিয়ে বিরাট ও বাবরের সঙ্গে সচিন তেন্ডুলকরের তুলনা টেনেছেন। তাঁর মতে, এই তিন ব্যাটসম্যানেরই খেলার ধরন একরকম।


সচিনের বিরুদ্ধে খেলেছেন বিশপ। সেই অভিজ্ঞতা থেকে তিনি বলেছেন, ‘আমি যে ব্যাটসম্যানদের বিরুদ্ধে বোলিং করেছি, তাদের মধ্যে সেরা ছিল সচিন। কারণ, ও সবসময় স্ট্রেট লাইনে খেলত। এখন বিরাট ও বাবর একইরকমভাবে খেলে। ওদের ব্যাটিং দেখে সচিনের কথা মনে পড়ে আমার।’

ইংল্যান্ড সফরে প্রথম টেস্টে পাকিস্তান হেরে গেলেও, প্রথম ইনিংসে ৬৯ রান করেন বাবর। দ্বিতীয় ইনিংসে অবশ্য তিনি মাত্র ৫ রান করেন। করোনা পরিস্থিতির মধ্যেই পাকিস্তান ফের খেলা শুরু করলেও, ভারতীয় দলের আপাতত কোনও খেলা নেই। আইপিএল-এর পর এ বছরের শেষদিকে অস্ট্রেলিয়া সফরে যাবে ভারত। তার আগে আন্তর্জাতিক ক্রিকেট খেলার সুযোগ নেই বিরাটের সামনে। ফলে এই সময়ে নিজের রেকর্ড উন্নত করার সুযোগ থাকছে বাবরের সামনে।

এখন আন্তর্জাতিক টি-২০ ব্যাটসম্যানদের ক্রমতালিকার শীর্ষে বাবর। তিনি টেস্ট ও একদিনের আন্তর্জাতিকে যথাক্রমে ৬ ও ৩ নম্বরে। অন্যদিকে, বিরাট একদিনের আন্তর্জাতিকে ব্যাটসম্যানদের ক্রমতালিকার শীর্ষে, টেস্টে দ্বিতীয় স্থানে এবং টি-২০-তে ১০ নম্বরে।