কলকাতা: এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জয় সম্পন্ন। রবিবার ইডেনে ওয়েস্ট ইন্ডিজের (Ind vs WI) বিরুদ্ধে নিয়মরক্ষার টি-টোয়েন্টি ম্যাচে খেলবেন না বিরাট কোহলি (Virat Kohli) ও ঋষভ পন্থ (Rishabh Pant)। টানা জৈব সুরক্ষা বলয়ে থাকার ধকল থেকে দুজনকে সাময়িক মুক্তি দিতে চাইছে বোর্ড (BCCI)। সেই কারণে শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও রাখা হয়নি কোহলি ও পন্থকে। ঋষভের পরিবর্তে উইকেটকিপার হিসাবে নেওয়া হয়েছে সঞ্জু স্যামসনকে। রয়েছেন ঈশান কিষাণও।
শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই টেস্টের সিরিজের দল থেকে বাদ দেওয়া হল ঋদ্ধিমান সাহাকে (Wriddhiman Saha)। উইকেটকিপার হিসাবে দলে রয়েছেন ঋষভ পন্থ (Rishabh Pant) ও কে এস ভরত (KS Bharat)। ঋদ্ধির সঙ্গেই বাদ দেওয়া হয়েছে অজিঙ্ক রাহানে, চেতেশ্বর পূজারা ও ইশান্ত শর্মাকে। একসঙ্গে চার সিনিয়র তারকাকে বাদ দেওয়ার মতো ঘটনা ভারতীয় ক্রিকেটের সাম্প্রতিক অতীতে ঘটেনি।
চেতন শর্মা (Chetan Sharma) জানিয়েছেন, বাদ পড়া চার ক্রিকেটারকে বলা হয়েছে রঞ্জি ট্রফিতে খেলে নিজেদের প্রমাণ করতে। পারফর্ম করলে ফের তাঁদের দলে ফেরানো হবে। চেতন সাফ বলেছেন, 'দীর্ঘদিন ক্রিকেট না খেললে কীভাবে দেখাবেন যে আপনার দক্ষতা একইরকম রয়েছে। সেই জন্য রঞ্জি ট্রফি খেলাটা খুব জরুরি। আমরাও রঞ্জি ট্রফি খেলার ওপর জোর দিচ্ছি।' চেতন জানিয়েছেন, চার তারকার সঙ্গেই কথা বলা হয়েছে। জানানো হয়েছে যে তাঁরা শ্রীলঙ্কার বিরুদ্ধে দলে থাকছেন না। চারজনকেই রঞ্জি ট্রফি খেলার কথা বলা হয়েছে বলেও জানিয়েছেন প্রধান নির্বাচক।
শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের দল: রোহিত শর্মা (অধিনায়ক), কে এল রাহুল, রুতুরাজ গায়কোয়াড়, ঈশান কিষাণ, সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার, বেঙ্কটেশ আইয়ার, দীপক হুডা, যশপ্রীত বুমরা (সহ অধিনায়ক), ভুবনেশ্বর কুমার, দীপক চাহার, হর্ষল পটেল, মহম্মদ সিরাজ, সঞ্জু স্যামসন, রবীন্দ্র জাডেজা, যুজবেন্দ্র চাহাল, রবি বিষ্ণোই, কুলদীপ যাদব ও আবেশ খান।