মুম্বই: আইপিএল ভাল যায়নি। তার আগে গত ২ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটেও রান আসছে না। কিন্তু তবুও তিনি বিরাট কোহলি (Virat Kohli)। রেকর্ড গড়া, নজির তৈরি করা গত এক দশক ধরে যেন অভ্যেস করে ফেলছেন। তাই ক্রিকেটের বাইরেও তিনি ফের তা প্রমাণ করে দিলেন। 


বিরাট কোহলির (Virat Kohli) জনপ্রিয়তা সম্পর্কে সবাই জানেন। এবার ইনস্টাগ্রামে বিরাট কোহলির ২০০ মিলিয়ন ফলোয়ান হয়ে গেল। বিশ্বের প্রথম কোনও ক্রিকেটার, যাঁর ইনস্টাগ্রামে ২০০ মিলিয়নের ওপর ফলোয়ার সংখ্যা হল। নিজের ইনস্টাগ্রামে নিজের কেরিয়ারের বিভিন্ন মুহূর্তের কিছু কোলাজ করে একটি ভিডিও পোস্ট করেছেন বিরাট। সেখানে প্রত্যেককে ধন্যবাদ জানিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক। 


বিশ্বের ক্রীড়াব্যক্তিত্বদের মধ্যে ইনস্টাগ্রামে জনপ্রিয়তার নিরিখে তৃতীয় স্থানে রয়েছেন বিরাট। প্রথম দুটো স্থানে যথাক্রমে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও লিওনেল মেসি। রোনাল্ডোর ইনস্টাগ্রাম ফলোয়ার ৪৫১ মিলিয়ন এবং মেসির ইনস্টাগ্রাম ফলোয়ার ৩৩৪ মিলিয়ন। 


গতকালই বুধবার মুম্বইয়ের বিমানবন্দরে পাপারাৎজিদের ক্যামেরাবন্দি হলেন তারকা দম্পতি অনুষ্কা শর্মা ও বিরাট কোহলি। বিমান ধরতে পৌঁছে তাঁদের হাতে হাত রেখে দেখা গেল। তবে কোথায় যাচ্ছেন দম্পতি তা এখনও জানা যায়নি। বিমানবন্দরে প্রবেশের পথে তাঁরা দাঁড়িয়ে পোজ দিলেন পাপারাৎজিদের উদ্দেশে। বহুদিন পর এই 'পাওয়ার কাপল'কে দেখে উচ্ছ্বসিত অনুরাগীরা। অনুষ্কাকে একটা সবুজ টি-শার্ট ও ডেনিম শর্টস পরে দেখা গেল। সঙ্গে ছিল ব্র্যান্ডেড ঝোলা ব্যাগ। অন্যদিকে বিরাট কোহলিকে পিচ রঙা টি-শার্ট ও সারা জিন্সে দেখা গেল। পিঠে ব্যাগ। স্ত্রীয়ের হাত ধরে গন্তব্যের উদ্দেশে হাঁটতে দেখা যায় বিরাটকে। মুখ ঢাকা ছিল মাস্কে। মাস্ক খুলে পাপারাৎজিদের জন্য পোজ দেন। মুখে হাসি। ফটোশেসন ছেড়ে মুখে ফের পরে নেন মাস্ক।