শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার : কোচবিহারের (Coochbehar) কাখরিবাড়িতে নির্মীয়মাণ বেসরকারি স্কুল ভেঙে বিপত্তি (School Builing Collapsed)। ধ্বংসস্তূপের নিচে একাধিক শ্রমিকের আটকে থাকার আশঙ্কা। অভিজিৎ দাস নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে বলেও জানা যাচ্ছে। একযোগে উদ্ধারকাজে নামে দমকল, পুলিশ ও সিভিল ডিফেন্স। নির্মাণকাজে শ্রমিক হিসেবে যুক্ত ছিলেন স্থানীয় বাসিন্দারা। তাই স্থানীয়রা এভাবে দুর্ঘটনার কবলে পড়ায় এলাকায় তৈরি হয় ব্যাপক উত্তেজনা।


ঠিক কী হয়েছে


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুর ৩ টে নাগাদ দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিতভাবে নির্মাণকাজের জেরেই বিপত্তি ঘটেছে। বেসরকারি একটি স্কুল তাদের দোতলা তৈরি করছিল, কিন্তু তাতে সঠিক পরিকল্পনার অভাব ছিল বলে অভিযোগ স্থানীয়দের। জানা গিয়েছে, নির্মীয়মাণ স্কুলের অংশটি ভেঙে পড়ার জেরে সেখানে তিনজন শ্রমিক (labourers) চাপা পড়ে যায়। নির্মাণকাজে যুক্ত সকলেই স্থানীয় বাসিন্দা হওয়াতে এলাকায় তৈরি হয় ব্যাপক উত্তেজনা। গত কয়েকদিন ধরেই কোচবিহারে বৃষ্টি চলছে। তার জেরেই এই ঘটনা বলে মনে করা হচ্ছে।


একযোগে উদ্ধারকাজ


নির্মীয়মাণ স্কুলবাড়ি ভেঙে পড়ার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় স্থানীয় পুলিশ। তাদের পক্ষ থেকে খবর দেওয়া হয় দমকল ও সিভিল ডিফেন্সে। তারা আসার পরে একযোগে শুরু হয় উদ্ধারকাজ। পে লোডারের সাহায্যে ভেঙে পড়া অংশ সরিয়ে শ্রমিকদের উদ্ধারের কাজে হাত লাগানো হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত একজন শ্রমিককে উদ্ধার করা গিয়েছে। এখনও দু'জন চাপা পড়ে রয়েছে ধ্বংসস্তূপের নিচে। পাশাপাশি এলাকার স্থানীয় যুবকরা শ্রমিকের কাজ করায় ঘটনাস্থলে এলাকার মানুষজন ভিড় জমান। ব্যাপক উত্তেজনাও তৈরি হয়। তার জেরে প্রচুর পরিমাণে পুলিশবাহিনী ঘটনাস্থলে রাখা হয়। তাদের কড়া প্রহরাতেই চালানো হয় উদ্ধারকাজ।


কিছুদিন আগেই ভর সন্ধ্যেয় ভিড়ে ঠাসা বাজারে বেপরোয়া ডাম্পার ঢুকে পড়ে প্রাণ কেড়ে নেয় একাধিকের, আহতও হন অনেকজন। ঘটনাটি ঘটেছিল কোচবিহারের (Cooch Behar) তুফানগঞ্জের (TufanGung) জাতীয় সড়কের পাশে থাকা মারুগঞ্জ বাজারে। মত্ত অবস্থায় ডাম্পারের চালককে গ্রেফতার করে পুলিশ।


আরও পড়ুন- নার্সিংয়েই কি চাকরি রেণুর ? বেতন কত পাবেন ?