ম্যাঞ্চেস্টার: প্রথম ভারতীয় হিসেবে টি ২০ আন্তর্জাতিকে ২০০০ রান করলেন বিরাট কোহলি। একইসঙ্গে সবচেয়ে দ্রুত দু হাজার রান সংগ্রহের কৃতিত্বও অর্জন করলেন ভারতের অধিনায়ক। মাত্র ৫৬ ইনিংস খেলে ২০০০ রানের গণ্ডি পেরিয়ে গেলেন তিনি। ওল্ড ট্র্যাফোর্ডে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টি ২০ ম্যাচে এই কৃতিত্বের অধিকারী হলেন কোহলি। গতকালের ম্যাচের আগে ২০০০ রান থেকে মাত্র আট রান দূরে ছিলেন তিনি। ভারতের ইনিংসের ১৬ তম ওভারে টি ২০ কেরিয়ারের ২০০০ রানে পৌঁছন কোহলি। ভারতের রান তখন ২ উইকেটে ১৪২।

এখনও পর্যন্ত আন্তর্জাতিক টি ২০ তে  কোহলি ছাড়াও আরও তিন ব্যাটসম্যান ২০০০ রান ক্লাবের সদস্য। ৭৩ ইনিংস ২২৭১ রান নিয়ে তালিকার শীর্ষে নিউজিল্যান্ডের মার্টিন গুপ্তিল। দ্বিতীয় স্থানে রয়েছেন ব্রেন্ডন ম্যাকুলাম (৭১ ইনিংসে ২১৪০ রান)।

সম্প্রতি পাক ব্যাটসম্যান শোয়েব মালিক ২০০০ রান পূর্ণ করেছেন। হারারেতে জিম্বাবোয়ের বিরুদ্ধে ম্যাচে এই কৃতিত্ব অর্জন করেন শোয়েব। ২০০০ রানে পৌঁছতে তাঁর লেগেছে ৫৯ ইনিংস।

টি ২০ ক্রিকেটে আইসিসি-র ক্রমতালিকায় আট নম্বরে রয়েছেন কোহলি। এই ফর্ম্যাটে তাঁর কোনও সেঞ্চুরি নেই।

এছাড়াও মহিলাদের ক্রিকেটেও সবচেয়ে দ্রুত ২০০০ রান সংগ্রহের কৃতিত্ব রয়েছে ভারতের মিতালী রাজের দখলে।

গতকালের ম্যাচে ভারত ইংল্যান্ডকে আট উইকেটে হারিয়ে দিয়েছে।