নয়াদিল্লি: সীমানার ওপারে পাকিস্তানে ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি সমান জনপ্রিয়। ওপারের ক্রিকেট তারকারা কোহলি সম্পর্কে তাঁদের উচ্ছ্বাসের কথা মাঝেমঝ্যেই জানান। বর্তমান পাকিস্তান দলে ভারতীয় অধিনায়ক সম্পর্কে রয়েছে অগাধ শ্রদ্ধা। কোহলিও পাক দলের বেশ কয়েকজন ক্রিকেটার সম্পর্কে দারুন প্রশংসা করেন। দীর্ঘদিন ধরেই কোহলির অনুরাগী পাক দলের প্রাক্তন ফাস্ট বোলার শোয়েব আখতারও। ফের কোহলি সম্পর্কে প্রশংসা ঝরে পড়ল তাঁর গলায়। এমনকি, কোহলির কেরিয়ার নিয়ে সম্পর্কে বড়সড় ভবিষ্যতবাণী করলেন তিনি।শোয়েব আখতার বলেছেন, ৪৪ বছর বয়স পর্যন্ত স্বচ্ছন্দে খেলে দিতে পারেন কোহলি। তাঁর মতে, বর্তমানে সারা বিশ্বে একজন ব্যাটসম্যানই রয়েছেন যিনি সচিন তেন্ডুলকরের একশো সেঞ্চুরির রেকর্ড ভেঙে দিতে সক্ষম। তিনি হলেন কোহলি।
একটি সংবাদমাধ্যমের অনুষ্ঠানে  কথা বলতে গিয়ে আখতার কোহলিকে বর্তমান সময়ের সেরা আখ্যা দিয়েছেন। একইসঙ্গে বলেছেন, ভারতীয় দলের রান মেশিনের সঙ্গে সচিনের তুলনা টানাটা বন্ধ হওয়া উচিত।
কোহলির দুরন্ত ফিটনেসের কথা উল্লেখ করে আখতার বলেছেন, মিসবা-উল-হক যদি ৪৩ বছর বয়স পর্যন্ত খেলতে পারেন, তাহলে ভারতীয় অধিনায়কও পারবেন।
প্রাক্তন পাক বোলার বলেছেন, বর্তমান সময়ের গ্রেট ক্রিকেটার কোহলি। রান তাড়ার সময় ইনিংসের গতি কীভাবে বাড়াতে হয় তা কোহলির চেয়ে ভালো কেউ জানে না। এখন ওর ৫০ টা আন্তর্জাতিক সেঞ্চুরি হয়ে গিয়েছে। আমি মনে করে ওই একমাত্র ক্রিকেটার যে সচিনের রেকর্ডটা ভাঙতে পারে। তবে ওর ওপর কোনও চাপ নেই। ওর শুধু মাঠে নেমে খেলাটা উপভোগ করলেই হবে। ও নিজের দিকে তাকিয়েই খেলুক। মিসবা যদি ৪৩ বছর বয়স পর্যন্ত খেলতে পারে, তাহলে আমি নিশ্চিত যে, কোহলি ৪৪ বছর বয়স পর্যন্ত খেলবে। আর এখন যেভাবে ও খেলছে, তা ধরে রাখতে পারলে কোহলির পক্ষে ১২০ টা পর্যন্ত সেঞ্চুরি করা সম্ভব।

আখতার আরও বলেছেন, সচিনের সঙ্গে কোহলির তুলনাটা যথার্থ নয়। সচিন সর্বকালের সেরা। বর্তমানে কোহলি সেরা ব্যাটসম্যান।
অনুষ্ঠানে কোহলি বলেন, যে সব বোলারদের খেলা অত্যন্ত কঠিন তাঁদের মধ্যে অন্যতম শোয়েব আখতার।  আখতারও সস্নেহে বলেছেন, কোহলির বিরুদ্ধে আরও বেশি খেলার সুযোগ পেলে খুব ভালো হত।