মুম্বই: মুম্বইয়ের রাস্তায় এক ভক্তের সঙ্গে সেলফি তুলে বিপাকে বলিউড তারকা বরুণ ধবন।তাঁকে ই-চালান পাঠিয়ে সতর্ক করল মুম্বই পুলিশ। সঙ্গে সঙ্গেই অবশ্য ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে নিয়েছেন বরুণ।

রাস্তায় যাওয়ার সময় অভিনেতা যানজটে আটকে পড়েন। ওই সময় তাঁর এক মহিলা অনুরাগী পাশে অটোয় বসেছিলেন। বরুণকে দেখতে পেয়ে ওই সৌভাগ্যবান অনুরাগী সেলফির আবদার জানান। সেই আবদার পূরণ করেন বরুণ। এই মুহুর্তটা তাঁর ওই অনুরাগীর কাছে  অবিস্মরণীয়  হয়ে থাকাটাই স্বাভাবিক। কিন্তু বরুণও ওই মুহুর্তটা সম্ভবত কোনওদিনই ভুলতে পারবেন না। এভাবে রাস্তায় গাড়ির দরজা খুলে ছবি তোলার ঘটনায় অত্যন্ত ক্ষুব্ধ হয় মুম্বই পুলিশ। পুলিশের পক্ষ থেকে ট্যুইটার মারফত্ তিরস্কার বরুণকে।

মুম্বই পুলিশ জানায়, ‘এ ধরনের অ্যাডভেঞ্চার রূপোলি পর্দাতেই ঠিক, মুম্বইয়ের রাস্তায় নয়। আপনি নিজের, আপনার ফ্যান ও আরও অন্যান্যদেরও জীবনের ঝুঁকি নিয়ে ফেলেছেন। আপনার মতো একজন দায়িত্বশীল মুম্বইকর ও যুব সমাজের আইকনের কাছ থেকে ভালো কিছু আশা করি। আপনার বাড়িতে একটি ই-চালান পাঠানো হচ্ছে। পরবর্তীকালে কিন্তু আমরা আরও কঠোর হতে বাধ্য হব’।





বরুণ সঙ্গে সঙ্গেই নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়ে নিয়েছেন। তাঁর ট্যুইট-‘আমি ক্ষমা চাইছি। আমাদের গাড়ি ট্রাফির সিগন্যালের কাছে থেমে ছিল এবং একজন অনুরাগীর ভাবাবেগ আহত করতে চাইনি। কিন্তু পরবর্তীকালে নিরাপত্তা দিকটি মাথায় রাখব এবং এ ধরনের ঘটনাকে উত্সাহিত করব না’।