মুম্বই: ভারত ছেড়ে এবার কি পাকিস্তানের হয়ে খেলতে যাচ্ছেন বিরাট কোহলি (Virat Kohli)? প্রথম লাইনটি পড়ে যে কেউ অবাক হতে বাধ্য হবেন। আসলে পাকিস্তানে টি-টোয়েন্টি লিগের জন্য আমন্ত্রণ জানানো হতে পারে প্রাক্তন ভারত অধিনায়ককে। কাশ্মীর অধিকৃত পাকিস্তানে কাশ্মীর প্রিমিয়র লিগ টি-টোয়েন্টি প্রতিযোগিতা আয়োজিত হয়। এবারও হবে। সেই টুর্নামেন্টেই খেলার জন্য আমন্ত্রণ জানানো হতে পারে বিরাটকে। 


কাশ্মীর প্রিমিয়র লিগের সভাপতি আরিফ মালিক জানিয়েছেন ২ দেশের মধ্যে শান্তির বার্তা দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি এক সাক্ষাৎকারে জানান, "ভারতের অনেক ক্রিকেটারকেই আমরা আমন্ত্রণ জানানোর ভাবনা চিন্তা করছি। এই ক্রিকেটের মাধ্যমেই ২ দেশের মধ্যে শান্তির বার্তা দিতে চাইছি।''


আরিফ মালিক আরও বলেছেন যে, এই গোটা টুর্নামেন্টের মাধ্যমে ক্রিকেটের প্রসার চাইছি আমরা। টুর্নামেন্টের সব ম্যাচগুলোই হবে মুজফরবাদ স্টেডিয়ামে। এর আগে আরও একটি মরসুম খেলা হয়েছে কাশ্মীর প্রিমিয়র লিগের। আগামী ১ অগাস্ট কাশ্মীর প্রিমিয়র লিগের প্রথম ম্যাচ হবে। ফাইনাল হবে ১৪ অগাস্ট। 


আরসিবির হল অফ ফেম গেল, এবিডি


আরসিবির হল অফ ফেমে জায়গা করে নিলেন ক্রিস গেল ও এবি ডিভিলিয়ার্স। এই ফ্র্যাঞ্চাইজির হয়ে দীর্ঘদিন খেলেছেন ২ তারকা ক্রিকেটার। এবিডি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। অন্যদিকে ক্রিস গেলকে (Chris Gayel) আরসিবি ছেড়ে দিয়েছিল। এরপর পাঞ্জাব কিংসের হয়ে খেলেছেন তিনি। আরসিবির জার্সিতে অবদান রাখার জন্য এই কিংবদন্তী ২ ব্যাটারকে সম্মানিত করা হয়েছে। ২ জনেই বছরের পর বছর ধরে নিজেদের হার্ড হিটিংয়ের সৌজন্যে সমর্থকদের বিনোদন দিয়ে গিয়েছেন। বিরাট কোহলি নিজে এবিডি ও গেলকে আইপিএলে অবদান রাখার জন্য ধন্যবাদ জানিয়েছেন। 


বিরাট এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ''তোমাদের দুজনের জন্য এটুকু করতে পারাটা আমার কাছে ভীষণ ভীষণ স্পেশাল। আমরা সবাই দেখেছি যে কীভাবে তোমরা আইপিএলকে এক অন্য মাত্রা এনে দিয়েছিলেন বছরের পর বছর। আমি ১১ বছর এবিডির সঙ্গে খেলেছি। ৭ বছর ক্রিস গেলের সঙ্গে খেলেছি। ২ জনের সঙ্গেই যাত্রা শুরু হয়েছিল ২০১১ সাল থেকে। দু জনেই দারুণ পারফর্মার।''