বার্মিংহ্যাম: চলতি ভারত-ইংল্যান্ড টি-টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচ জয়ের পর দাপটের সঙ্গে দ্বিতীয় টি-টোয়েন্টিও জিতে নিয়ে সিরিজ পকেটে পুরেছে ভারতীয় দল। প্রথমে ব্যাট করে রবীন্দ্র জাডেজার (Ravindra Jadeja) ৪৬ রানের ইনিংসে ভর করে ভারতীয় দল আট উইকেটের বিনিময়ে ১৭০ রান তোলে। জবাবে মাত্র ১২১ রানেই গুটিয়ে যায় ইংল্যান্ড।
ব্যাট হাতে ব্য়র্থ কোহলি
প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বিরাট কোহলি (Virat Kohli), যশপ্রীত বুমরা, ঋষভ পন্থ, রবীন্দ্র জাডেজারা খেলেননি। তবে এই ম্যাচেই তাদের প্রত্যাবর্তন ঘটল। বিরাটের উপর স্বাভাবিকভাবেই সকলের নজর ছিল। তবে ব্যাট হাতে একেবারেই দাগ কাটতে ব্যর্থ তিনি। নবাগত গ্লেসনের বলে ডেভিড মালানের হাতে ক্যাচ দিয়ে আউট হন তিনি। বিরাটের সংগ্রহ তিন বলে এক রান।
লং অনে দাঁড়িয়ে কোহলির নাচ
তবে ব্যাট হাতে রানের খরা এবং প্রচন্ড চাপের মাঝেও কিন্তু ভারতের ফিল্ডিংয়ের সময় একেবারে স্বভাবচিত মেজাজেই দেখা যায় কোহলিকে। দলের মনোবল বৃদ্ধি করা থেকে ফিল্ডিংয়ে সদা জাগ্রত ছিলেন দলের প্রাক্তন অধিনায়ক। ম্যাচের এক সময় তো এজবাস্টনে দর্শকদের সঙ্গে খোশমেজাজে মজাও করতেও দেখা গেল তাঁকে। লং অন বাউন্ডারিতে দাঁড়িয়ে বলের মাঝে দর্শকদের সামনেই নাচতে শুরু করে দেন তিনি। কোহলিকে এমনভাবে সামনে পেয়ে দর্শকরাও বাঁধনহারা উচ্ছ্বাসে ফেটে পড়েন। ওই মুহূর্তের ভিডিও সোনি স্পোর্টস নেটওয়ার্কের তরফেও টুইট করা হয়েছে।
এই ঘটনাই প্রমাণ করে দেয় যে যত সমালোচনাই হোক না কেন, কোহলি কিন্তু বাড়তি চাপ নিতে একেবারেই রাজি নন। বরং, খোশমেজাজে এখনও খেলাটা উপভোগ করছেন তিনি। প্রসঙ্গত, এদিন ব্যাট হাতে জাডেজার দৌরাত্ম্যের পর বল হাতে ভারতের হয়ে জয়ে মুখ্য ভূমিকা নেন ভুবনেশ্বর কুমার। তিন উইকেট নিয়েছেন তিনি। এছাড়া চাহাল, হর্ষল পটেল, হার্দিক পাণ্ড্য, বুমরারা সকলেই বল হাতে উইকেট নিয়েছেন। প্রথম দুই ম্যাচ জয়ের পর আজ রবিবার, তৃতীয় টি-টোয়েন্টি জিতে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করার লক্ষ্যেই মাঠে নামবে রোহিত শর্মার নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া।
আরও পড়ুন: আজ একাদশে সুযোগ পাবেন উমরন? স্পষ্ট ইঙ্গিত অধিনায়ক রোহিতের