ভিডিওতে দেখা যাচ্ছে আইরাহ কোহলির সঙ্গে ডান্স ফ্লোরে পা মেলাচ্ছে। পিছনে বাজচ্ছে লউ বেগাসের জনপ্রিয় 'আই গট অ্যা গার্ল'।
মনে করা হচ্ছে ভিডিওটি ভারতের শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে জয়ের পর রেকর্ড করা হয়েছে। তেরো ঘণ্টা আগে পোস্ট করা ভিডিওটিতে এরমধ্যেই ন হাজার লাইক পড়ে গেছে।
দেখুন সেই মিষ্টি ভিডিওটি