গুরুগ্রাম: ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির পরিচারক দীপক পানীয় জল দিয়ে গাড়ি ধোয়ায় ৫০০ টাকা জরিমানা করল গুরুগ্রাম পুরসভা। আধিকারিকরা জানিয়েছেন, বিরাটের প্রতিবেশীরা অভিযোগ করেন, পানীয় জল গাড়ি ধোয়ার কাজে ব্যবহার করা হচ্ছে। এই অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে দীপককে জরিমানা করেন পুরসভার আধিকারিকরা।


বিরাটের এক প্রতিবেশী জানিয়েছেন, ‘বিরাটের বাড়িতে এক ডজনেরও বেশি গাড়ি আছে। রোজ পাইপের মাধ্যমে জল দিয়ে গাড়িগুলো ধোয়া হয়। এর ফলে কয়েকশো লিটার পানীয় জল নষ্ট হয়। প্রতিবেশীরা বিরাটের পরিচারককে পাইপের বদলে বালতিতে জল নিয়ে গাড়ি ধোয়ার অনুরোধ করেন। এর ফলে জল বাঁচানো যায়। কিন্তু সেই অনুরোধে কাজ হয়নি।’

উত্তর ভারতে এখন তাপপ্রবাহ চলছে। গুরুগ্রামের বিভিন্ন অঞ্চলে জলের সঙ্কট তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে গাড়ি ধোয়ার জন্য পানীয় জল ব্যবহার করায় বিরাটের পরিচারকের উপর ক্ষুব্ধ প্রতিবেশীরা। পুরসভা সূত্রে খবর, শুধু বিরাটের পরিচারকেরই নয়, আরও ১০ জনের জরিমানা হয়েছে।