২০১৭ সালে টেস্ট ম্যাচে এটি কোহলির চতুর্থ শতরান। মাত্র ১৩০ বলে আজকের শতরানটি করেছেন বিরাট। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি সংখ্যক শতরান করার জন্যে সুনীল গাওস্করের একটি রেকর্ড আগেই কলকাতায় ছুঁয়ে ফেলে ছিলেন কোহলি। এবার তিনি গড়লেন নয়া রেকর্ড। একই বছরে টেস্টে চারটি শতরান করলেন, সঙ্গে একই বছরে দশটি আন্তর্জাতিক শতরান করার রেকর্ডও চলে এল তাঁর ঝুলিতে। এই বছর এখনও পর্যন্ত কোহলি একদিনের ম্যাচে ছটি শতরান করেছেন, টেস্টে চারটি।
এর আগে একই বছরে নটি শতরান করার রেকর্ড ছিল রিকি পন্টিং এবং গ্রেহম স্মিথের পকেটে। এবার সেই রেকর্ড ভাঙলেন ভারতের অধিনায়ক। তবে ভারতের অধিনায়কের ঝুলিতে এখনও অর্ধশতরানের তুলনায় শতরানই বেশি রয়েছে। তাঁর এখনও পর্যন্ত সংগ্রহে মোট ২২টি শতরান, সেখানে অর্ধশতরান করেছেন ১৬টি।