অ্যাডিলেড: সিরিজের প্রথম টেস্ট খেলে দেশে ফিরছেন বিরাট কোহলি। যা ভারতীয় দলকে অনেকটাই দুর্বল করে দেবে বলে আশঙ্কা বিশেষজ্ঞ ও প্রাক্তন ক্রিকেটারদের। বিরাটের স্ত্রী অনুষ্কা শর্মা সন্তানসম্ভবা। প্রথম সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে চান বিরাট। তবে এরই মধ্যে ভারতীয় অধিনায়ককে এক প্রস্তাব দিলেন ব্রেট লি। প্রাক্তন অস্ট্রেলীয় পেসার জানালেন, অস্ট্রেলিয়াতেই বিরাটের প্রথম সন্তান হতে পারত। ছেলে হোক বা মেয়ে, বিরাটের সন্তানকে স্বাগত জানাতে অস্ট্রেলিয়ার সকলে তৈরি থাকত বলেও মন্তব্য লি-র।


ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের প্রথম ম্যাচ হচ্ছে অ্যাডিলেডে। সেই ম্যাচ খেলেই দেশে ফেরার কথা বিরাটের। বাকি তিনটি টেস্টে দলের সেরা ব্যাটসম্যানকে ছাড়াই খেলতে হবে ভারতীয় দলকে। যা নিয়ে এক দফা বিতর্কও হয়েছে। অনেকেই বিরাটের সমালোচনা করে বলেছেন যে, অস্ট্রেলিয়ার মতো কঠিন সফরের মাঝপথে কেন তিনি ফিরে আসবেন। কেন তিনি অধিনায়ক হিসাবে আরও দায়িত্ববোধ দেখাবেন না। অনেকে আবার বিরাটের সিদ্ধান্তের সমর্থন করেছেন। তাঁদের দাবি, সন্তান ভূমিষ্ঠ হওয়ার মতো ঘটনা জীবনের অন্যতম সেরা ঘটনা আর পরিবারের পাশে থাকতে চেয়ে সঙ্গত কাজই করেছেন বিরাট। এমনকী, প্রবল প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথও বলেছেন যে, দিনের শেষে বিরাটও একজন মানুষ। তাঁরও একটা ব্যক্তিজীবন রয়েছে।

ব্রেট লি অবশ্য আর এক ধাপ এগিয়ে বলেছেন, বিরাটের সন্তান অস্ট্রেলিয়ায় জন্ম নিলে সেটা স্বাগত। পাশাপাশি লি মজা করে বলেছেন, অস্ট্রেলিয়ার মাটিতে জন্মগ্রহণ করলে বিরাটের সন্তান ভবিষ্যতে অস্ট্রেলিয়ার ব্যাগি গ্রিন পরে খেলতেও পারে!

এক সময় ভারতীয় ব্যাটসম্যানদের “চিন মিউজিক”-এর হুঁশিয়ারি দিতেন লি। ভারতীয় ক্রিকেটারদের শর্ট বলে বিব্রত করে তুলতে মুখিয়ে থাকতেন। সেই লি-ই একটি সাক্ষাৎকারে বলেছেন, “মিস্টার কোহলি, তুমি চাইলে অস্ট্রেলিয়ার মাটিতে তোমার সন্তান জন্ম নিতে পারে। স্বাগত। কারণ তোমাকে আমরা গ্রহণ করব। ছোট্ট মেয়ে হলে দুর্দান্ত। ফুটফুটে ছেলে হলেও দারুণ। হয়তো ওরা ভবিষ্যতে ব্যাগি গ্রিনের হয়েও দেখতে পারি ওদের।”