মুম্বই: ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলিকে ‘পাঙ্গা কিং’ বলে উল্লেখ করলেন বলিউড তারকা কঙ্গনা রানাউত। তিনি নিজেকে ‘পাঙ্গা কুইন’ বলেও উল্লেখ করেছেন। নিজের ছবি ‘পাঙ্গা’-র প্রচারে কঙ্গনা বলেছেন, ‘বিরাট নির্ভীক এবং যে কোনও চ্যালেঞ্জ নিতে তৈরি। এবার আমরা একই দিনে ‘পাঙ্গা’ নেব। আমারটা হবে সিনেমা হলে, ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওদের ঘরের মাঠে লড়াইয়ে নামবে। এটা বেশ মজার বিষয়।’
২৪ তারিখ থেকে শুরু হচ্ছে ভারত-নিউজিল্যান্ড টি-২০ সিরিজ। সেদিনই মুক্তি পাচ্ছে কঙ্গনার ছবি। তার আগে এক টিকটক ব্যবহারকারীকে ‘ছপাক চ্যালেঞ্জ’ নেওয়ার আহ্বান জানানোয় দীপিকা পাড়ুকোনের সমালোচনা করেছেন কঙ্গনা। তিনি বলেছেন, এই ধরনের অসংবেদনশীল আচরণের জন্য দীপিকার ক্ষমা চাওয়া উচিত।
আমি ‘পাঙ্গা কুইন’, টিম ইন্ডিয়ার ‘পাঙ্গা কিং’ বিরাট কোহলি, মন্তব্য কঙ্গনার
Web Desk, ABP Ananda
Updated at:
21 Jan 2020 08:11 PM (IST)
২৪ তারিখ থেকে শুরু হচ্ছে ভারত-নিউজিল্যান্ড টি-২০ সিরিজ। সেদিনই মুক্তি পাচ্ছে কঙ্গনার ছবি।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -