আমদাবাদ: আগের ম্যাচে ৩৪ বলে অপরাজিত ৮১। গতকালের ম্যাচে ৪৩ বলে ঝোড়ো ৮১। আটত্রিশের বুড়ো ঋদ্ধির ব্যাট প্রতি ম্যাচেই জ্বলে উঠছে। সোশ্য়াল মিডিয়াতে ঋদ্ধিকে জাতীয় দলে ফেরানোর দাবিও উঠছে। এর মধ্যেই এবার বিরাট কোহলির দরাজ সার্টিফিকেট পেলেন বাংলার উইকেট কিপার ব্যাটার। গতকাল লখনউ সুপারজায়ান্টসের বিরুদ্ধে ম্যাচে গুজরাত জায়ান্টসের হয়ে ওপেনে নেমে ঝোড়ো ইনিংস খেলেন ঋদ্ধি। সেই ইনিংসটি দেখে মুগ্ধ বিরাট। নিজের সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দিয়ে তিনি লিখেছেন, ''কী অসাধারণ প্লেয়ার।''
IPL 2023: ঋদ্ধির বিধ্বংসী ব্যাটিংয়ে মজে বিরাট, দিলেন দরাজ সার্টিফিকেট
ABP Ananda | Goutam Roy | 08 May 2023 03:41 PM (IST)
Virat Kohli On Wriddhiman Saha: আটত্রিশের বুড়ো ঋদ্ধির ব্যাট প্রতি ম্যাচেই জ্বলে উঠছে। সোশ্য়াল মিডিয়াতে ঋদ্ধিকে জাতীয় দলে ফেরানোর দাবিও উঠছে।
ঋদ্ধির প্রশংসায় কোহলি (ছবি ফাইল)