ক্রাইস্টচার্চ: নিউজিল্যান্ডের কাছে টেস্ট সিরিজ হারের পর এক সাংবাদিকের প্রশ্নে ক্ষুন্ন হলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। সাংবাদিক বৈঠকে ওই সাংবাদিকের প্রশ্নে মেজাজ হারালেন কোহলি।  ওই সাংবাদিক কোহলিকে প্রশ্ন করেন, তাঁর আগ্রাসী মেজাজে রাশ টানা উচিত কিনা। কিন্তু এই প্রশ্নে যে বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান যে যথেষ্টই বিরক্ত হয়েছেন, তা দৃশ্যতই ছিল স্পষ্ট।
দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন কোহলি এক কিউই ব্যাটসম্যান আউট হওয়ার পর যেভাবে উচ্ছ্বাস প্রকাশ করেন, তাতে তাঁর আগ্রাসী মেজাজ ধরা পড়ে। এমনকি তিনি দর্শকদের উদ্দেশেও কিছু অশালীন শব্দ উচ্চারণ করেন বলে অভিযোগ। এই ঘটনা ক্যামেরায় ধরা পড়ে। দ্বিতীয় টেস্টে নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে মহম্মদ শামির বলে টম ল্যাথাম আউট হওয়ার পর ওই ঘটনা ঘটে।



মাঠে কোহলির এই আচরণ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
শামির বলে ল্যাথাম আউট হওয়ার পর গ্যালারিতে কিউই দর্শকদের দিকে ঘুরে দাঁড়িয়ে অপশব্দ প্রয়োগ করেন বলে অভিযোগ।
ওই সাংবাদিক প্রশ্ন করেন, এ ধরনের আগ্রাসী মেজাজে রাশ টেনে দলের সামনে দৃষ্টান্ত রাখার প্রয়োজন রয়েছে কিনা। এর জবাবে বেশ রেগে যান কোহলি। তিনি বলেছেন, আপনি কী মনে করেন? আমি আপনার কাছে প্রশ্নের জবাব চাইছি। আপনার খতিয়ে দেখা প্রয়োজন, ঠিক কী ঘটেছিল এবং তারপর ভালো কোনও প্রশ্ন করা উচিত ছিল। আমি ম্যাচ রেফারির সঙ্গে কথা বলেছিল। আধা ধারণা নিয়ে এমন প্রশ্ন করতে পারেন না। ধন্যবাদ।
উল্লেখ্য, সদ্যসমাপ্ত নিউজিল্যান্ড সফরে ব্যাট হাতে ছন্দে দেখা যায়নি কোহলিকে। একবারই শুধু ৫০-এর বেশি রানের ইনিংস খেলেছেন। টেস্ট সিরিজে তো চার ইনিংসে একবারও ২০ রানের গণ্ডি ছাড়াতে পারেননি তিনি।

ব্যাটসম্যানদের ভরাডুবির কারণে দ্বিতীয় টেস্টে ভারত সাত উইকেটে হেরেছে।