লন্ডন: উইজডেনের দশক সেরা টেস্ট দলের অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হল বিরাট কোহলিকে। দশক সেরা এই দলে রয়েছেন বিভিন্ন দেশের খ্যাতনামা ক্রিকেটাররা। ভারতীয় হিসেবে কোহলি ছাড়াও এই দলে জায়গা পেয়েছেন স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।
পাঁচদিনের খেলায় কোহলি ৯৪ ম্যাচে করেছেন ৭২০২ রান। গড় ৫৪.৯৭। ২৭ সেঞ্চুরি ও ২৫ হাফসেঞ্চুরি। অন্যদিকে, অশ্বিন ৭০ টেস্ট খেলে ৩৬২ উইকেট নিয়েছেন। এরমধ্যে ২৭ বার পাঁচ উইকেট নিয়েছেন।
অন্যদিকে, উইজডেনের দশক সেরা একদিনের দলে রাখা হয়েছে ভারতের তিন খেলোয়াড়কে। তাঁরা হলেন কোহলি, প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি এবং ওপেনার রোহিত শর্মা।
৫০ ওভারের ফরম্যাটে ভারতের অধিনায়কের এখনও পর্যন্ত ২৪২ ম্যাচে রান ১১,৬০৯ রান। গড় ৫৯.৮৪। একদিনের ক্রিকেটে ভারতের রান মেশিন করেছেন ৪৩ সেঞ্চুরি ও ৫৫ হাফসেঞ্চুরি।
২২১ একদিনের ম্যাচে রোহিতের ৪৯.১৪ গড়ে ২৮ সেঞ্চুরি ও ৪৩ হাফসেঞ্চুরি সহ সংগ্রহ ৮৯৪৪ রান। ২০১৯ সালটা দারুণ গিয়েছে ভারতের ওপেনারের। আইসিসি-র একদিনের ক্রিকেটে ব্যাটসম্যানদের ক্রমতালিকায় দুই নম্বরে তিনি। চলতি বছরে সব ধরনের ফরম্যাটে ২,৪৪২ রান করেছেন তিনি। এক্ষেত্রে ওপেনার হিসেবে সব ধরনের ফরম্যাটে সবচেয়ে বেশি রান সংগ্রহের ক্ষেত্রে সনত জয়সূর্যর ২২ বছরের রেকর্ড ভেঙে দিয়েছেন তিনি।
একদিনের ক্রিকেটের বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে ভারতের বিদায়ের পর আর নীল জার্সিতে দেখা যায়নি ধোনিকে। তিনি ক্রিকেট থেকে বিরতি নিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজ সফর বা ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলেননি তিনি। ৩৫০ একদিনের ম্যাচ খেলে ১০ সেঞ্চুরি ও ৭৩ হাফসেঞ্চুরি সহ তাঁর সংগ্রহ ১০,৭৭৩ রান।
পর্যালোচনার পর উইজডেনের যে দল দশক সেরা দল বেছে নিয়েছে সেখানে ছিলেন লরেন্স বুথ, জো হারমান, জন স্টার্ন, ফিল ওয়াকার ও যশ রানা।
উইজডেনের দশক সেরা টেস্ট দল: অ্যালেস্টার কুক (ইংল্যান্ড), ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া), কুমার সঙ্গকারা (শ্রীলঙ্কা), স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া), বিরাট কোহলি (ভারত), বেন স্টোকস (ইংল্যান্ড), এবি ডিভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা), আর অশ্বিন (ভারত), ডেল স্টেইন (দক্ষিণ আফ্রিকা), কাগিসো রাবাডা (দক্ষিণ আফ্রিকা), জেমস আন্ডারসন (ইংল্যান্ড)
উইজডেনের দশক সেরা একদিনের দল: রোহিত শর্মা (ভারত), বিরাট কোহলি (ভারত), ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া), এবি ডিভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা), জস বাটলার (ইংল্যান্ড), শাকিব আল হাসান (বাংলাদেশ), এম এস ধোনি (ভারত), লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা), মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া), ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড), ডেন স্টেইন (দক্ষিণ আফ্রিকা)
উইজডেনের দশক সেরা দলে ধোনি-কোহলি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
24 Dec 2019 05:46 PM (IST)
উইজডেনের দশক সেরা টেস্ট দলের অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হল বিরাট কোহলিকে। দশক সেরা এই দলে রয়েছেন বিভিন্ন দেশের খ্যাতনামা ক্রিকেটাররা। ভারতীয় হিসেবে কোহলি ছাড়াও এই দলে জায়গা পেয়েছেন স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -