নয়াদিল্লি: ভারত-পাকিস্তানের রাজনৈতিক সম্পর্কের তীব্র টানাপোড়েন রয়েছে। খেলার মাঠেও দুই দেশ মুখোমুখি হলে থাকে তীব্র উত্তেজনা। আর তা ক্রিকেট হলে তো কথাই নেই। দুই দেশের আবেগের সঙ্গে জড়িয়ে থাকা এই খেলা নিয়ে উন্মাদনা তুঙ্গে পৌঁছয়। কিন্তু খেলার মাঠে প্রতিদ্বন্দ্বিতা যতটাই উচ্চগ্রামে থাকে, মাঠের বাইরে দুদেশের খেলোয়াড়দের সম্পর্ক সাধারণভাবে ততটাই মধুর হয়। অতীতেও এর নজির রয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতকে হারিয়ে জয়ী হয়েছে পাকিস্তান। কিন্তু তাতেও দুই দেশের খেলোয়াড়দের সম্পর্কে ভাঁটা পড়েনি।


ফাইনাল ম্যাচের আগে পাক দলের অধিনায়ক সরফরাজ আহমেদের চার মাসের ছেলেকে কোলে নিয়ে তোলা মহেন্দ্র সিংহ ধোনির ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল। এবার ম্যাচের পর এ ধরনের ছবি ফের দেখা গেল।

ভারতীয় দলের তারকা ক্রিকেটারদের সঙ্গে তোলা সন্তানদের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন পাক ব্যাটসম্যান আজহার আলি।





ছবিগুলিতে আজহার আলির দুই সন্তানকে বিরাট কোহলি, যুবরাজ সিংহ ও ধোনির সঙ্গে দেখা গিয়েছে। ছবিগুলি পোস্ট করতে  গিয়ে পাক ব্যাটসম্যান ভারতীয় ক্রিকেটারদের ‘কিংবদন্তী’ বলে উল্লেখ করেছেন। তিনি লিখেছেন, ‘আমার বাচ্চাদের সঙ্গে সময় কাটানোর জন্য এই কিংবদন্তীদের ধন্যবাদ। ওরা খুব খুশি..’।