নয়াদিল্লি: ভারত ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের নিয়ে যদি একটি দল গঠন করা হয়, তাহলে সেটা কতটা শক্তিশালী হবে? এই দু’দলের এক হয়ে খেলার সম্ভাবনা আপাতত নেই। বরং তারা একে অপরের বিরুদ্ধেই খেলবে। তবু লকডাউনে সময় কাটানোর জন্য ভারত ও দক্ষিণ আফ্রিকার যৌথ একদিনের আন্তর্জাতিকের দল বেছে নিলেন বিরাট কোহলি ও এবি ডিভিলিয়ার্স। দেখে নেওয়া যাক, কারা এই দলে থাকলেন-
দুই ওপেনার সচিন তেন্ডুলকর ও রোহিত শর্মা। তিন নম্বরে বিরাট। চারে এবি। পাঁচে জ্যাক কালিস। ৬ নম্বরে যুবরাজ সিংহ। সাতে মহেন্দ্র সিংহ ধোনি। দলের একমাত্র বিশেষজ্ঞ স্পিনার যুজবেন্দ্র চাহল। ভারত থেকে একমাত্র পেসার জসপ্রীত বুমরাহ। দক্ষিণ আফ্রিকার দুই পেসার ডেল স্টেইন ও কাগিসো বারাডাও দলে আছেন। প্রথম একাদশে না থাকলেও, ১৪ জনের দলে আছেন রবীন্দ্র জাডেজা, মর্নি মর্কেল ও কুলদীপ যাদব।
এই দলের অধিনায়ক হিসেবে ধোনি এবং কোচ হিসেবে গ্যারি কার্স্টেনকে বেছে নিয়েছেন বিরাট। এ বিষয়ে তিনি বলেছেন, ‘আমার কাছে সবচেয়ে ভারসাম্যমূলক পছন্দ হল এমএস।’
এবি বলেছেন, ‘আমি এই দল বাছাই নিয়ে খুশি। আমি কোনওদিন এমএসের নেতৃত্বে খেলিনি। তবে ওর প্রতি আমার শ্রদ্ধা আছে। ও সবসময় মাথা ঠান্ডা রাখে এবং খেলাটা খুব ভাল বোঝে। তাই ওকে অধিনায়ক করার সিদ্ধান্তে আমি খুশি।’
এরই পাশাপাশি বিরাট ও এবি জানিয়েছেন, করোনা ভাইরাস মোকাবিলায় অর্থসাহায্য করার জন্য তাঁরা ২০১৬ সালের আইপিএল-এ ব্যবহৃত সরঞ্জাম নিলামে তুলবেন।
আছেন সচিন, ধোনি, রোহিত, যুবরাজ, ভারত-দক্ষিণ আফ্রিকার যৌথ দলে কাদের রাখলেন বিরাট-এবি?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
25 Apr 2020 09:40 AM (IST)
এরই পাশাপাশি বিরাট ও এবি জানিয়েছেন, করোনা ভাইরাস মোকাবিলায় অর্থসাহায্য করার জন্য তাঁরা ২০১৬ সালের আইপিএল-এ ব্যবহৃত সরঞ্জাম নিলামে তুলবেন।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -