সোশ্যাল মিডিয়ায় ভাইরাল স্বল্পবসনা তৃণমূল সাংসদের টিকটক ভিডিও
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 25 Apr 2020 12:27 AM (IST)
৪ লাখ ৭০ হাজারের ওপরে লাইক। চারশোর ওপর কমেন্ট।
কলকাতা: পরনে রয়্যাল ব্লু রঙের ক্রপ টপ। তার ওপর ফ্লুরসেন্ট অরেঞ্জ এবং সাদা রঙের মিশ্রণে লেখা ব্র্যান্ডের নাম। রয়েছে লোগোও। কানে সেই একই রকমের ফ্লুরসেন্ট অরেঞ্জ রঙের বড় দুল। তার সঙ্গে ডেনিম জিন্সের হট প্যান্ট। এক লাস্যময়ী তরুণী নাচছেন। পিছনে বাজছে, ‘আই এম এ স্যাভেজ, ক্লাসি, বুঁজি...’। বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত টিকটকে এই ভিডিও পোস্ট করেছেন ২ দিনও হয়নি এরই মধ্যে তা ভাইরাল। ৪ লাখ ৭০ হাজারের ওপরে লাইক। চারশোর ওপর কমেন্ট। এই টিকটক ভিডিও-তে তাঁর বন্ধু তথা যাদবপুরের তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তীকেও ট্যাগ করেছেন নুসরত। ‘লেটস ডু ইট’ লিখে মিমির সঙ্গে ট্যাগ করা হয়েছে টলি অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কেও। যদিও এখনও পর্যন্ত মিমি কিংবা শ্রাবন্তী কোনও তারকাই নুসরতের এই ট্যাগে সাড়া দেননি। তাদের টিকটক প্রোফাইলে গত ২ দিনে এমন কোনও ভিডিও পোস্ট নেই।