বেঙ্গালুরু: বিসিসিআই-এর পলি উমরিগড় পুরস্কার পেলেন ভারতের ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। দেশের একমাত্র ক্রিকেটার হিসেবে তিনবার এই পুরস্কার পেলেন তিনি। বুধবার এক বর্ণাঢ্য অনুষ্ঠানে ভারতীয় দলের প্রাক্তন উইকেটরক্ষক ফারুক ইঞ্জিনিয়ায়ের হাত থেকে এই পুরস্কার গ্রহণ করলেন তিনি।
পুরস্কার গ্রহণ করে কোহলি দলের সহ খেলোয়াড়দের ধন্যবাদ জানিয়েছেন। তিনি স্বীকার করেছেন যে, ২০১৬ সাল তাঁর কেরিয়ারের মোড়টাই ঘুরিয়ে দিয়েছে। কোহলি বলেছেন, গত ১০-১২ মাস কার্যত অবিশ্বাস্য ছিল। প্রত্যেক ক্রিকেটারের কাছেই একটা না একটা মোড়া ঘোরানো বছর থাকে। ২০১৫-র শেষ দিক থেকে শুরু করে গত বছরের শেষপর্যন্ত সময়টাকে আমি  আমার কেরিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বছর বলব। কঠোর পরিশ্রম, অনুশীলন ও নিষ্ঠা একযোগে অসাধারণ কাজ করেছে।
কোহলি বলেছেন, দলের সহ খেলোয়াড়রা পাশে না থাকলে এটা সম্ভব হত না। তাঁর কথায়, দলে এখন অনেক চ্যাম্পিয়ন প্লেয়ার রয়েছেন। একারণেই ভারত এখন বিশ্বের সেরা দল।
অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিলেন প্রাক্তন ক্রিকেটার রবি শাস্ত্রী। তিনি কোহলির কাছে জানতে চান, খেলার বিভিন্ন পর্যায়ে জ্বলে ওঠার রসদটা তাঁর কাছে কোনটা।
এর উত্তরে কোহলি বলেছেন, আমি বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় হতে চাই। এরজন্য তিনটি ফরম্যাটেই ফর্ম বজায় রাখতে হবে তা বুঝেছি।
তাঁকে প্রয়োজনীয় সুযোগ দেওয়ার জন্য বোর্ডকেও ধন্যবাদ জানিয়েছেন কোহলি। তিনি বলেছেন, যে জায়গায় তিনি রয়েছেন, সেখানে তাঁকে সব কিছু সঠিকভাবে করতে হবে, উদাহরণ তৈরি করতে হবে এবং এমন একটা পথ অবলম্বন করতে হবে, যাতে পুরো দলই আস্থা রাখে। কোহলি বলেছেন, তাঁর নিজের ওপর আস্থা রয়েছে। তিনি মনে করেন, জীবনের প্রতিদিন যদি তিনি ১২০ শতাংশ পরিশ্রম করতে পারেন, তাহলে কারুর কাছে জবাবদিবি করতে হবে না।