নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি বরাবরই ফিটনেসের উপর জোর দেন। তিনি কড়া ডায়েট মেনে চলেন। তবে ২০১৬ সালে মুম্বইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচে ২৩৫ রানের ইনিংস খেলার পর তিনি ডায়েট ভুলে চিকেন বার্গার, বড় এক প্লেট ফ্রাই ও চকোলেট শেক খেয়েছিলেন। ভারতীয় দলের তৎকালীন ফিটনেস ট্রেনার শঙ্কর বসুই বিরাটকে এই পরামর্শ দিয়েছিলেন। একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন বিরাট।

তিন বছর আগের সেই ঘটনার স্মৃতিচারণা করতে গিয়ে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বলেন, ‘২৩৫ রানের ইনিংস খেলার পর আমি বিধ্বস্ত হয়ে গিয়েছিলাম। কারণ, খেলার সময় আমি বেশি কিছু খাই না। সেই সময় আমি শুধু কলা, জল ও সামান্য ডাল-ভাত খাচ্ছিলাম। বসু স্যার আমাকে বলেন, আজ রাতে তুমি যা খুশি খেতে পারো। সে কথা শুনে আমি চিকেন বার্গার অর্ডার দিই। উপরের অংশটি খাওয়ার নিজেকে সামলাতে পারিনি। এক টুকরো পাঁউরুটি খাওয়ার পর বড় এক প্লেট ফ্রাই ও চকোলেট শেক খাই। আমার শরীরের জন্য এই খাবার দরকার ছিল।’