নয়াদিল্লি: বিরাট কোহলিকে (Virat Kohli) যখন কেউ চিনতেন না, তখন তিনিই চিনেছিলেন। নিজের হাতে গড়েছেন ভারতীয় ক্রিকেটের (Indian Cricket Team) বর্তমান সময়ের সবচেয়ে বড় স্টলওয়ার্টকে। তিনি রাজকুমার শর্মা। বিরাট কোহলির ছোটবেলার কোচ। খেলোয়াড় জীবনে সাফল্য পাওয়ার পর বারবার নিজের কোচের কথা জনসমক্ষে এনেছেন প্রাক্তন ভারত অধিনায়ক। চলতি এশিয়া কাপে দুর্দান্ত ফর্মে রয়েছেন বিরাট। 


রাজকুমার বলছেন, ''বিরাট চলতি বছর ২০২৩ সালে দুর্দান্ত ফর্মে রয়েছে। একটা সময় ছিল যখন রান পাচ্ছিল না। তার মানে এই নয় যে ও খারাপ ফর্মে ছিল। বিরাট রান করছিল, কিন্তু যেভাবে সমর্থকদের প্রত্যাশার পাহাড় তৈরি হয়েছে ওকে নিয়ে। তাই মনে হচ্ছিল বিরাট ফর্মে নেই। ও সেঞ্চুরি পাচ্ছে না মানে এমন নয় যে বিরাট রানের মধ্যে নেই। তবে সৌভাগ্যবশত এখন কোহলি যা পারফর্ম করছে, তা ভারতের জন্য চলতি টুর্নামেন্টে প্লাস পয়েন্ট।'' উল্লেখ্য, চলতি এশিয়া কাপে একটি সেঞ্চুরি হাঁকিয়েছেন বিরাট। দ্রুততম ব্যাটার হিসেবে ওয়ান ডে ফর্ম্য়াটে ১৩ হাজার রানও পূরণ করেছেন তিনি। 


কোহলির ছোটবেলার কোচ আরও বলেন, ''এটা অত্যন্ত বড় ম্য়াচ। যে জিতবে সেই এবারের এশিয়া কাপের চ্যাম্পিয়ন হবে। যে দলই জিতবে বিশ্বকাপের আগে সেই দলের আত্মবিশ্বাস বেড়ে যাবে।'' 


গত বছর সুপার ফোরে পাকিস্তান ও শ্রীলঙ্কার বিরুদ্ধে হার ভারতের স্বপ্নভঙ্গ করেছিল। এবারও ফেভারিট হিসেবে মাঠে নেমে দুর্দান্ত পারফর্ম করেছেন রোহিত, রাহুল, বিরাটরা, বুমরারা। শেষ ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে হার কিছুটা তাল কাটলেও, আজকের ম্য়াচেও লঙ্কা ব্রিগেডের বিরুদ্ধে ভারতকেই এগিয়ে রাখছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। 


তবে বাংলাদেশের বিরুদ্ধে হার কিন্তু আরও একটা বিষয়ে ফের প্রশ্ন তুলে দিয়েছে। বিরাট কোহলির অনুপস্থিতিতে মিডল অর্ডারের ভারসাম্যহীনতা। সূর্যকুমার যাদব ফের ব্যর্থ হয়েছে। ঈশান কিষাণ, কে এল রাহুলও রান পাননি আগের ম্যাচে। বিশ্বকাপের আগে চার নম্বর ব্যাটিং পজিশন নিয়ে মাথাব্যথা এখনও কমল না দ্রাবিড় ও তাঁর টিম ম্য়ানেজমেন্টের। তবে বুমরা, সিরাজ, শামিদের পারফরম্যান্স স্বস্তি দেবে। 


ওয়ান ডে ফর্ম্যাটে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৬৬ ম্যাচ খেলে ৯৭টি ম্য়াচে জয় ছিনিয়ে নিয়েছে ভারত। এশিয়া কাপের ফাইনালে মোট ৮ বারের সাক্ষাতে সর্বাধিক পাঁচবার জয় পেয়েছে টিম ইন্ডিয়া। এবার কি সংখ্যাটা আরও বাড়িয়ে নিতে পারবে রোহিত বাহিনী?