কলকাতা: সোমবার থেকে শুরু হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন। কী কারণে এই অধিবেশন ডাকা হল তা নিয়ে জল্পনা চলছে। এই প্রসঙ্গে আজ কটাক্ষ করে সোশাল মিডিয়ায় তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন (Derek O'Brien) বলেছেন, নরেন্দ্র মোদির ৭৩ তম জন্মদিন পালনের জন্য বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। পাল্টা, জবাব দিয়েছে বিজেপি।                                             

  


সংসদের বিশেষ অধিবেশন: ১৮ সেপ্টেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন ডেকেছে মোদি সরকার। কিন্তু, আচমকা কেন সংসদের বিশেষ অধিবেশন ডাকা হল? সেখানে কী বিশেষ কোনও বিল পেশ করা হতে পারে? এনিয়ে, নানা জল্পনা চলছে। তার মধ্যেই শনিবার এনিয়ে রহস্য় তৈরি করে, তারপর নিজেই সেই রহস্য়ভেদ করলেন তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন। শনিবার সকালে সোশাল মিডিয়ায় তৃণমূল সাংসদ লেখেন, কী কারণে, ১৮ থেকে ২২ সেপ্টেম্বর সংসদের বিশেষ অধিবেশন ডেকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, তার রহস্যভেদ করেছি। দুপুর ১২টায় সেই বিষয় জানাব। এরপর, দুপুরে ডেরেক'ও ব্রায়েন সোশাল মিডিয়ায় ফের পোস্ট করেন, সব জল্পনার অবসান। অবশেষে, জানা গেল আসল কারণ। ১৭ সেপ্টেম্বর, নরেন্দ্র মোদির ৭৩ তম জন্মদিন পালনের জন্য সংসদের বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। ১৮ থেকে ২২ সেপ্টেম্বর সপ্তাহব্যাপী তাঁর জন্মদিন পালন হবে।                                                

সম্প্রতি G20-র নৈশভোজের জন্য় রাষ্ট্রপতির আমন্ত্রপত্রে ইন্ডিয়ার জায়গায় লেখা হয় ভারত। এরপর প্রধানমন্ত্রীর পরিচয়ের ক্ষেত্রেও একাধিকবার জায়গায় উল্লেখ করা হয় ভারত। একই সঙ্গে, 'এক দেশ, এক ভোট' নিয়েও কমিটিও তৈরি করে ফেলেছে মোদি সরকার।  সংসদের বিশেষ অধিবেশনে কি এই বিষয়গুলি নিয়ে কোনও পদক্ষেপ নেবে মোদি সরকার? এনিয়ে জল্পনার মধ্যেই শনিবার হায়দরাবাদে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকেও উঠে আসে সংসদের বিশেষ অধিবেশনের প্রসঙ্গ। আগেই, এনিয়ে নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছিলেন কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপার্সন সনিয়া গাঁধী। এবার, কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকেও, মোদি সরকারের মনোভাব নিয়ে প্রশ্ন তোলা হল।

আরও পড়ুন: North 24 Parganas Weather: রোদ ঝলমলে আকাশ, চরম আর্দ্রতাজনিত অস্বস্তি উত্তর ২৪ পরগনায়