মুম্বই: বৃহস্পতিবার শোরগোল ফেলে দিয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন যে, টি-টোয়েন্টি বিশ্বকাপই এই ফর্ম্যাটে অধিনায়ক হিসাবে তাঁর শেষ টুর্নামেন্ট। তারপর খেলবেন শুধু ব্যাটসম্যান হিসাবে। ভাইয়ের যে সিদ্ধান্তকে নিয়ে প্রতিক্রিয়া দিলেন বিরাটের দিদি।
কী বলেছেন কোহলির দিদি? ভাবনা কোহলি শুক্রবার ইনস্টাগ্রামে বিরাটের বিবৃতির ছবি পোস্ট করেছেন। সঙ্গে লিখেছেন, 'শুধুমাত্র নিজের আবেগ ও কঠোর পরিশ্রম দিয়েই নয়, খেলোয়াড়সুলভ মানসিকতা বোঝায় সঠিক সিদ্ধান্ত নিতে পারার জ্ঞানও। তোমার অন্তর্দৃষ্টিকে শ্রদ্ধা জানাই। ঈশ্বর তোমার মঙ্গল করুন।'
বৃহস্পতিবার এক বিবৃতিতে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ বলেছেন, 'বিরাট ভারতীয় ক্রিকেটের প্রকৃত সম্পদ। দারুণ নেতৃত্ব দিয়েছে। সব ধরনের ফর্ম্যাটে অন্যতম সেরা অধিনায়ক।' তারপরই সৌরভের ইঙ্গিতপূর্ণ মন্তব্য, 'ভবিষ্যতের কথা ভেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।' যোগ করেছেন, 'টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসাবে অসাধারণ পারফরম্যান্সের জন্য বিরাটকে ধন্যবাদ জানাই। আসন্ন বিশ্বকাপের জন্য অনেক শুভেচ্ছা রইল। আশা করছি তার পরেও ও ভারতের হয়ে প্রচুর রান করে যাবে।'
এবার বিরাট কোহলির জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের শপথ শোনা যেতে শুরু করল ভারতীয় ক্রিকেটে। ডাকটা দিলেন জাতীয় দলের প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠান। তিনি ট্যুইট করেছেন, 'অবশ্যই টি-টোয়েন্টি বিশ্বকাপের পরে বিরাট কোহলির নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত আমাকে স্তম্ভিত করেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপটা জিতলে ওকে সঠিক শ্রদ্ধার্ঘ জানানো যায়। আশা করছি ওর ঘরানা বহন করবে ভারতের পরবর্তী ক্রিকেটারেরা।'
বিশ্বকাপের পরই টি-টোয়েন্টি ফর্ম্যাটের অধিনায়কত্ব ছাড়ছেন বিরাট। বিশ্বকাপের পর টি-২০ দলের নেতৃত্ব ছাড়ছেন বিরাট কোহলি। ক্যাপ্টেন্সি ছাড়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানালেন বিরাট কোহলি। নিজের পোস্টে বিরাট লেখেন, ‘এবার থেকে একদিনের টেস্ট-একদিনের ম্যাচে ফোকাস। ভারতীয় দলের নেতৃত্ব দেওয়ার জন্য আমি ভাগ্যবান। ক্রিকেটের ৩টি ফর্ম্যাটে টানা ৮-৯ বছর ধরে খেলার চাপ। ৫-৬ বছর ধরে অধিনায়কত্বের চাপও রয়েছে। এবার টেস্ট-একদিনের ম্যাচের জন্য নজর দিতে চাই। অধিনায়কত্ব ছাড়লেও টি-২০তে খেলা চালিয়ে যাব। অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিতে অনেক সময় লেগেছে। রবি শাস্ত্রী, রোহিত শর্মার সঙ্গেও এনিয়ে কথা বলেছি। সৌরভ গঙ্গোপাধ্যায়, জয় শাহের সঙ্গেও এ নিয়ে কথা বলেছি।‘
নাইট শিবিরে যোগ দিলেন রাসেল-নারাইন, খেলতে পারবেন প্রথম ম্যাচ থেকেই