মুম্বই: বিশ্বকাপের পরই টি-টোয়েন্টি ফর্ম্যাটের অধিনায়কত্ব ছাড়ছেন বিরাট। বিশ্বকাপের পর টি-২০ দলের নেতৃত্ব ছাড়ছেন বিরাট কোহলি। ক্যাপ্টেন্সি ছাড়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানালেন বিরাট কোহলি। নিজের পোস্টে বিরাট লেখেন, ‘এবার থেকে একদিনের টেস্ট-একদিনের ম্যাচে ফোকাস। ভারতীয় দলের নেতৃত্ব দেওয়ার জন্য আমি ভাগ্যবান। ক্রিকেটের ৩টি ফর্ম্যাটে টানা ৮-৯ বছর ধরে খেলার চাপ। ৫-৬ বছর ধরে অধিনায়কত্বের চাপও রয়েছে। এবার টেস্ট-একদিনের ম্যাচের জন্য নজর দিতে চাই। অধিনায়কত্ব ছাড়লেও টি-২০তে খেলা চালিয়ে যাব। অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিতে অনেক সময় লেগেছে। রবি শাস্ত্রী, রোহিত শর্মার সঙ্গেও এনিয়ে কথা বলেছি। সৌরভ গঙ্গোপাধ্যায়, জয় শাহের সঙ্গেও এনিয়ে কথা বলেছি।‘



কিছুদিন আগেই বিরাট কোহলি সীমিত ওভারের ক্রিকেটে অধিনায়কত্ব ছাড়তে পারেন বলে শোনা যাচ্ছিল। এবার সেই খবরেই সিলমোহর দিয়ে দিলেন বিরাট নিজেই। অধিনায়ক হওয়ার পর থেকে টেস্টে সাফল্য পেলেও সীমিত ওভারের ক্রিকেটে সাফল্য পাননি বিরাট। বিশ্বকাপ হারতে হয়েছে সেমিফাইনালে উঠেও। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালেও হারতে হয়েছে। শুধুমাত্র দ্বিপাক্ষিক সিরিজ জয় ছাড়াও কোনও আইসিসি ট্রফি ঝুলিতে নেই। এই পরিস্থিতিতে বেশ কিছুদিন ধরেই সাদা বলের ক্রিকেটে বিরাটের নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠছিল। এক প্রতিবেদনে বলা হয়েছে যে, বিরাট নাকি নিজেই টি-টোয়েন্টি বিশ্বকাপের পর অধিনায়কের পদ থেকে সরে দাঁড়াতে পারেন। এই বিষয় ঘোষণাও করবেন তিনি। শুধুমাত্র ব্য়াটিংয়ে মন দিতে চান তিনি। এবার সেই ঘোষণাই নিজেই করে দিলেন বিরাট।


দীর্ঘদিন ধরেই ব্যাটে শতরান নেই বিরাটের। ২০১৯ সালের নভেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে গোলাপি বলের টেস্টে শেষবার সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। এরপর থেকে বেশ কয়েকবার অর্ধশতরানের গণ্ডি পার করলেও তিন অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি। তাই ব্য়াটিংয়েই মন দিতে নেতৃত্বের চাপ মাথা থেকে সরাতে চান কোহলি। রোহিত শর্মা এবার থেকে টি-টোয়েন্টি ফর্ম্যাটে জাতীয় দলের নেতৃত্ব সামলাতে পারেন। সেক্ষেত্রে টেস্ট ও ওয়ান ডে ফর্ম্যাটে অধিনায়কত্ব করবেন বিরাটই।