অ্যাডিলেড: বিরাট কোহলির অ্যাডিলেডপ্রীতি অব্যাহত। টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে (IND vs ENG) ফের একবার অ্যাডিলেড ওভালে জ্বলে উঠল বিরাট কোহলির (Virat Kohli) ব্যাট। ৪০ বলে ৫০ রান করলেন বিরাট। তা সত্ত্বেও ব্যর্থ হয় ভারতীয় দল। ১০ উইকেটে ইংল্যান্ডের কাছে হারে টিম ইন্ডিয়া। অবশ্য ভারতের হার সত্ত্বেও এই ম্যাচেই কিন্তু কিংবদন্তি ব্রায়ান লারাকে এক রেকর্ড ভেঙে ফেললেন কোহলি।


লারাকে পিছনে ফেললেন কোহলি


অ্যাডিলেডে বরাবরই বিরাটের ব্যাট কথা বলে, তা টেস্ট হোক, ওয়ানডে হোক বা টি-টোয়েন্টি। অ্যাডিলেডে বিশ ওভারের তিন ম্যাচ খেলে তিনবারই অর্ধশতরান করেছেন বিরাট। ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালেও সেই ধারা অব্যাহত রইল। ৫০ রানের এই ইনিংসের সুবাদেই বিরাট অ্যাডিলেডে সর্বোচ্চ রান করা বিদেশি ব্যাটারের রেকর্ড নিজের নামে করে ফেললেন। ভাঙলেন আরেক কিংবদন্তি ব্রায়ান লারার রেকর্ড। বিরাট ১১ ম্যাচে ১৫টি ইনিংস খেলে অ্যাডিলেডে মোট ৯৫৭ রান করেছেন বিরাট, গড় ৭৩.৬১। এই পাঁচটি শতরান ও চারটি অর্ধশতরান করেছেন বিরাট। 


জোড়া রেকর্ড


ব্রায়ান লারা অ্যাডিলেডে বিরাটের সমসংখ্যক ম্যাচ ও ইনিংস খেলে ৬৭.১৪ গড়ে ৯৪০ রান করেছিলেন। অ্যাডিলেডে তিনটি শতরান ও সমসংখ্যক অর্ধশতরান করেছেন লারা। তাঁকেই ছাপিয়ে গেলেন কোহলি। অবশ্য এই মাঠে সর্বকালের সর্বোচ্চ রানের মালিক অজি কিংবদন্তি রিকি পন্টিং। তিনি ৩২ ম্যাচে ৪৬ ইনিংসে মোট ২১৮৮ রান করেছেন। পন্টিংয়ের এই মাঠে ব্যাটিং গড় ৫৩.৩৬। এই মাঠে সাতটি শতরান ও ১০টি অর্ধশতরান করেছেন তিনি। প্রসঙ্গত, কোহলি কাল নিজের ইনিংসে এক নয়, দুই দুইটি রেকর্ড গড়েন। প্রথম ক্রিকেটার হিসাবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে চার হাজার রানের গণ্ডি পার করে ফেললেন কোহলি। 


অ্যাডিলেডে নিজের দুই টি-টোয়েন্টি ম্যাচের মতো এই ম্যাচেও অর্ধশতরান হাঁকালেন কোহলি। পাশাপাশি বিশ ওভারের ফর্ম্যাটে এই মাঠে ২০০ রানের গণ্ডিও পার করে ফেললেন তিনি। অবশ্য বাকি দুই টি-টোয়েন্টি ইনিংসের মতো এই ম্যাচে অপরাজিত থাকতে পারেননি তিনি। অর্ধশতরান পূরণ করার ঠিক পরের বলেই ক্রিস জর্ডানের বলে শর্ট থার্ড মানে ধরা দেন কোহলি। ঝাঁপিয়ে পড়ে দুরন্ত ক্যাচ ধরেন আদিল রশিদ।


আরও খবর: ম্যাচ হেরে কান্নায় ভেঙে পড়লেন রোহিত, ভাইরাল হল ছবি