নয়াদিল্লি: সীমিত ওভারের ক্রিকেট থেকে কি সাময়িক বিরতি নিচ্ছেন বিরাট কোহলি (Virat Kohli)?


বিশ্বকাপের (ODI World Cup) পরই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে ভারত। ঘরের মাঠে সেই সিরিজে খেলছেন না বিরাট কোহলি। বিশ্বকাপের ধকলের পর এই সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে রোহিত শর্মা, কোহলি, যশপ্রীত বুমরা, মহম্মদ শামিদের। বিশ্বকাপের দল থেকে মাত্র ২ জন ক্রিকেটারকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের দলে রাখা হয়েছে। আর শ্রেয়স আইয়ার এই সিরিজে শেষ দুটি ম্যাচে খেলবেন শুধু।


তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ শেষ হলেই দক্ষিণ আফ্রিকা সফরে যাবে ভারতীয় দল। সেই সফরে সীমিত ওভারের ক্রিকেটে না-ও খেলতে পারেন কোহলি। সূত্রের খবর, ভারতীয় ক্রিকেট বোর্ডেরক কর্তাদের কোহলি জানিয়েছেন যে, তাঁকে যেন দক্ষিণ আফ্রিকা সফরে সীমিত ওভারের দলের জন্য ভাবা না হয়। কবে ফের ওয়ান ডে ও টি-টোয়েন্টিতে মাঠে ফিরবেন কোহলি, তা নিয়েও ধোঁয়াশা রয়েছে। জানা গিয়েছে, অনির্দিষ্টকালের জন্য সীমিত ওভারের ক্রিকেটে খেলবেন না কোহলি। যার অর্থ, দক্ষিণ আফ্রিকা সফরে সীমিত ওভারের ক্রিকেটের পাশাপাশি জানুয়ারিতে আফগানিস্তানের বিরুদ্ধে যে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত, সেখানেও হয়তো দেখা যাবে না কোহলিকে। বোর্ড সূত্রে খবর, কোহলিকে বলা হয়েছে আপাতত শুধু টেস্ট ক্রিকেটে মনোনিবেশ করতে। অর্থাৎ, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে কোহলি খেলবেন। তাঁকে পাওয়া যাবে না শুধু ওয়ান ডে ও টি-টোয়েন্টি সিরিজে।


বোর্ডের জনৈক এক কর্তা সংবাদমাধ্যমকে বলেছেন, 'বোর্ডকে ও নির্বাচকদের কোহলি জানিয়েছে, সাদা বলের ক্রিকেটে যেন ওকে এখনই না ভাবা হয়। ওর বিরতি প্রয়োজন। বোর্ডকে ও জানিয়েছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শুধু দুই টেস্ট ম্যাচের সিরিজে ওকে যেন দলে ভাবা হয়।'


বিশ্বকাপে ১১টি ম্যাচে ৭৬৫ রান করেছেন কোহলি। এহেন বিরাট আপাতত সাদা বলের ক্রিকেট থেকে বিরতি নিচ্ছেন বলে জানা গিয়েছে। তবে ২৬ ডিসেম্বর থেকে সেঞ্চুরিয়ানে শুরু হতে চলা টেস্ট সিরিজে খেলবেন বিরাট। শোনা যাচ্ছে, বিরাট নিজেই সাদা বলের ক্রিকেট থেকে বিরতি চেয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে দরবার করেছিলেন।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।