কলকাতা : '২০২৪-এ মোদি সরকারকে ফিরিয়ে আনতে হবে' ধর্মতলায়  হুঙ্কার অমিত শাহর ( Amit Shah ) ।  ২০২৬-এ বাংলায় বিজেপির সরকার গড়তে হবে বলেও বাংলার মানুষকে আর্জি জানালেন তিনি।  সেই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে ( Mamata Banerjee ) সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বললেন, ' দিদি কান খুলে শুনে নিন, আপনি শুভেন্দুজিকে ( Suvendu Adhikari ) বিধানসভার বাইরে বের করে দিতে পারেন , কিন্তু বাংলার মানুষকে বোঝাতে পারবেন না। বাংলার মানুষ বলছে, দিদি আপনার সময় শেষ হয়ে গেছে' । কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ফের একবার দুর্নীতি ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে আক্রমণ শানিয়ে বলেন, 'আমি গুজরাত থেকে এসেছি। কিন্তু কোনও নেতার বাড়িতে এমন নোটের পাহাড় দেখিনি।' 


কলকাতায় মঞ্চে তাঁকে স্বাগত জানানো হয় ভারতমাতা কী জয়, স্বাগতম অমিতজি ধ্বনির মাধ্যমে। মঞ্চে উঠেই তিনি উপস্থিত কর্মী-সমর্থকদের উদ্দেশে বলেন, '২০২৪-এ মোদি সরকারকে ফিরিয়ে আনতে হবে। সেই সঙ্গে  ২০২৬-এ বাংলায় বিজেপির সরকার গড়তে হবে'। দর্শকের প্রতিক্রিয়া শুনে শাহ বললেন, বিজেপির ১৮ জন সাংসদ ও ৭৭ জয় বিধায়ককে জিতিয়েছে বাংলা। এতেই বোঝা যাচ্ছে, বাংলায় বিজেপি ক্ষমতায় আসছে। 

অমিত শাহর সভার আগের দিনই ফের বিধানসভা থেকে সাসপেন্ড করা হয় শুভেন্দু অধিকারীকে।  অমিত শাহ সেই সেই প্রসঙ্গ টেনে বলেন, 'শুভেন্দু অধিকারীকে ২ বার বিধানসভা থেকে সাসপেন্ড করা হয়েছে। কিন্তু মানুষকে ভুল বোঝাতে পারবে না। ২০২৬ সালে বাংলায় বিজেপির সরকার গঠন করতে হলে ২০২৪-এ মোদিকে প্রধানমন্ত্রী করতে হবে'। 

এর পর অমিত শাহ আক্রমণ শানান বাংলায় ভোট হিংসা নিয়ে। তিনি বলেন, 'ভোট-হিংসা সবথেকে বেশি হয় বাংলায়। বিজেপি কর্মীদের খুন করেছেন, বিজেপির কর্মীরা প্রত্যেক খুনের বদলা নেবেন । ভোট দিয়ে রাজনৈতিক হত্যার বদলা নেবেন বিজেপি কর্মীরা'

ফের একবার লোকসভা ভোটের মুখে সিএএ লাগু করা নিয়ে মন্তব্য করলেন অমিত শাহ। বললেন CAA লাগু  হবেই। অমিত শাহের কটাক্ষ, 
অনুপ্রবেশ বন্ধ করতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায়। যে মমতা বন্দ্যোপাধ্য়ায় সংসদে অনুপ্রবেশের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন, তিনিই অনুপ্রবেশকারীদের ভোটার কার্ড করে দিচ্ছেন। ' 

দুর্নীতি ইস্যুতেও তীক্ষ্ণ বাক্যবাণে তৃণমূল সরকারকে বিদ্ধ করেন তিনি। অমিত শাহ বলেন, 'আমি গুজরাত থেকে এসেছি। আমি গুজরাতে কোনও নেতার বাড়ি থেকে এত টাকা উদ্ধার হতে দেখিনি। ' অমিত শাহ আরও বলেন, 'যে বাংলা গোটা দেশকে নেতৃত্ব দিত, সেই বাংলাকে দিদি ধ্বংস করে দিয়েছেন। মোদিজির পাঠানো টাকা তৃণমূলের সিন্ডিকেট আত্মসাৎ করেছে'। 'দেশে বাংলার বদনাম করেছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। জ্যোতিপ্রিয়, অনুব্রত, পার্থ চট্টোপাধ্য়ায় দুর্নীতির দায়ে জেলে। ক্ষমতা থাকলে এদের সাসপেন্ড করুন দল থেকে'। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি অভিষেকের উদ্দেশেও তাঁর শাণিত আক্রমণ, 'এখন দুর্গানাম জপ করছেন, ভাইপোর নাম এরা না মুখে আনে। যারা নিজেরা দুর্নীতির সঙ্গে যুক্ত, তাঁরা দুর্নীতি দূর করতে পারবে না'

আগামী জানুয়ারিতে রামমন্দিরের উদ্বোধন। তার আগে কলকাতায় এসে রাশি রাশি দর্শকের কাছে অমিত শাহ প্রশ্ন রাখলেন, আপনারা চান তো রামমন্দির উদ্বোধন হোক ? 'কংগ্রেস ও মমতা এক হয়ে রামমন্দির তৈরির পথ আটকে রেখেছিল, ২০২৪-এর ২২ জানুয়ারি রামমন্দিরে মোদিজি রামমন্দিরের উদ্বোধন করবেন' বললেন শাহ।

এদিনই কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ এবং ১০০ দিনের প্রকল্পে বকেয়া টাকা না দেওয়ার প্রতিবাদে  কালো পোশাক পরে বিধানসভায় যান তৃণমূলের বিধায়করা।অম্বেডকরের মূর্তির সামনে বিক্ষোভ দেখান তাঁরা। এই প্রসঙ্গ টেনে অমিত শাহ বলেন, 'মমতা সবসময় বলেন মোদিজি বঞ্চনা করছেন। ইউপিএ সরকার মমতা সরকারকে ২ লক্ষ কোটি টাকা দিয়েছে। মোদিজি মমতার সরকারকে দিয়েছে ৮ লক্ষ কোটি টাকার বেশি'

এদিন দুপুর ৩টে ২৫ নাগাদ হেলিকপ্টারে রওনা দেবেন কলকাতা বিমানবন্দরে। সেখান রওনা পৌনে ৪টে নাগাদ বিমানে  শাহ রওনা দেবেন দিল্লির উদ্দেশে। 

আরও পড়ুন :


 'বাংলায় কাজ নেই, তাই বাধ্য হয়ে' আক্ষেপের সুর উত্তরকাশীতে বিপদে পড়া পরিজনদের গলায়