নয়াদিল্লি: সফট ড্রিঙ্কের বিজ্ঞাপনের জন্য তাঁকে অফার করা হয়েছিল বেশ কয়েক কোটি টাকা। কিন্তু সঙ্গে সঙ্গে সেই অফার প্রত্যাখ্যান করেছেন বিরাট কোহলি। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কের স্পষ্ট কথা, যে জিনিস তিনি নিজে ব্যবহার করেন না, তার বিজ্ঞাপনও দেবেন না।


দেশ বিদেশের যুবসমাজের কাছে বিরাট একজন আইকন। তাঁর প্রতিটি পদক্ষেপের চুলচেরা বিশ্লেষণ চলে আতস কাচের তলায়। সেই বিরাট জানিয়ে দিয়েছেন, সফট ড্রিঙ্কের বিজ্ঞাপন না করার পিছনে কারণ অত্যন্ত সরল- তাঁর কঠোর ডায়েট চার্টে এ ধরনের পানীয় আসে না। তাই এ জিনিস গ্রহণ করতে তিনি কাউকে অনুরোধ করতে পারবেন না।

২৮ বছরের কোহলি বিশ্বের অন্যতম ফিট ক্রীড়াবিদ। বিসিসিআই সপ্তাহখানেক আগে একটি ভিডিও প্রকাশ করেছে, তাতে দেখা যাচ্ছে, ফিটনেসকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে কী পরিমাণ ঘাম ঝরান তিনি।