সাউদাম্পটন: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রত্যাশা জাগিয়েও ব্যর্থ হয়েছে ভারতীয় দল। নিউজ়িল্যান্ডের কাছে ৮ উইকেটে হেরে রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে বিরাট কোহলিদের। তবে ইংল্যান্ড সফর এখানেই শেষ হয়ে যাচ্ছে না ভারতীয় দলের। এরপর ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্ট ম্যাচের সিরিজ খেলবে ভারত। যে সিরিজের আগে শিবিরকে চাঙ্গা করতে নেমে পড়লেন ভারত অধিনায়ক কোহলি।


বৃহস্পতিবার ভারতীয় সময় রাত সাড়ে ন'টা নাগাদ সোশ্যাল মিডিয়ায় তাঁর দলের একটি ছবি পোস্ট করেন। সঙ্গে ক্যাপশনে লেখেন, 'এটা শুধু একটা দল নয়, এটা একটা পরিবার। আমরা একসঙ্গে এগিয়ে যাব।' তাৎপর্যপূর্ণভাবে 'টুগেদার' শব্দটিকে ক্যাপিটাল লেটারে লেখেন কোহলি।


নিউজ়িল্যান্ডের কাছে হারের পরই কোহলির নেতৃত্বের সঙ্গে মহেন্দ্র সিংহ ধোনির তুলনা করছেন অনেকে। বলা হচ্ছে, আইসিসি ইভেন্টে ক্যাপ্টেন কুলের সাফল্যের ধারেকাছে নেই অধিনায়ক কোহলির পারফরম্যান্স। তারপর কোহলির এই পোস্ট বেশ অর্থবহ বলেই মনে করা হচ্ছে। কোহলি যেন বোঝাতে চাইছেন যে, এই হারের পর তিনি ব্যক্তিগত কাদা ছোড়াছুড়ি বা দোষারোপের রাস্তায় হাঁটতে রাজি নন। বরং দল হিসাবে গুছিয়ে নিতে বেশি আগ্রহী। তাঁর দলের ঐক্যও যেন সকলের সামনে তুলে ধরতে চেয়েছেন তিনি।



বিশ্বের সেরা টেস্ট দল কারা, একটা ফাইনাল ম্য়াচে তা নির্ধারণ করা যায় না বলে আগেও জানিয়েছিলেন বিরাট কোহলি। রোজ় বোল স্টেডিয়ামে নিউজ়িল্যান্ডের কাছে ফাইনালে ৮ উইকেটে হেরে যাওয়ার পর বিরাট জানালেন, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের বেস্ট অফ থ্রি ফাইনাল হওয়া উচিত। তাহলেই বোঝা যেতে পারে প্রকৃত জয়ী কারা।


প্রসঙ্গত, ভারতীয় দল টেস্ট সিরিজ়ে পিছিয়ে পড়েও প্রত্যাবর্তন ঘটানোর ব্যাপারে নজির তৈরি করেছে। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজে পিছিয়ে পড়েও কামব্যাক ঘটিয়ে সিরিজ জিতে ফিরেছেন অজিঙ্ক রাহানেরা। কিন্তু টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল এক ম্যাচের হওয়ায় সেরকম কোনও নাটকীয় প্রত্যাবর্তনের সুযোগ ছিল না।


কোহলি বলেছেন, 'একটা ম্যাচে বিশ্বের সেরা টেস্ট দল বেছে নেওয়ায় আমার সায় নেই। টেস্ট সিরিজ হলে তিন ম্যাচ খেলিয়ে দেখে নেওয়া উচিত কোন দলের প্রত্যাবর্তন ঘটানোর মতো দক্ষতা রয়েছে। অথবা বোঝা যাবে কোনও দল অন্য দলকে সম্পূর্ণ উড়িয়ে দিয়ে সিরিজ় জিতছে কি না। দুদিন চাপের মুখে পারফর্ম করতে না পারলেই তোমরা ভাল টেস্ট দল নও, এই ধারণার সঙ্গে আমি সহমত নই।'


রোনাল্ডোদের সামনে বেলজিয়াম, জার্মানির কাঁটা ইংল্যান্ড, রুদ্ধশ্বাস লড়াইয়ের চিত্রনাট্য শেষ ষোলোয়