নয়াদিল্লি: ভারতের অধিনায়ক বিরাট কোহলির পক্ষে পাকিস্তানে শতরান করা কঠিন হবে বলে দাবি করলেন পাকিস্তানের কোচ মিকি আর্থার। তিনি বলেছেন, ‘কোহলি দুর্দান্ত ক্রিকেটার কিন্তু আমাদের দল ওর পক্ষে এখানে (পাকিস্তান) শতরান করা কঠিন করে তুলবে। সব দলের বিরুদ্ধে কোহলিকে শতরান করতে দেখে ভাল লাগে। ওর ব্যাটিং সবসময় উপভোগ করি। কিন্তু আমাদের বোলাররা ওকে এখানে সহজ রান করতে দেবে না।’
২০০৭-০৮ মরসুমের পর থেকে আর ভারত-পাকিস্তান পূর্ণাঙ্গ দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি। ২০১২-১৩ মরসুমে সীমিত ওভারের সংক্ষিপ্ত সিরিজ খেলার জন্য ভারত সফরে এসেছিল পাকিস্তান। এরপর আর দু’দল এশিয়া কাপ বা আইসিসি প্রতিযোগিতা ছাড়া একে অপরের বিরুদ্ধে খেলেনি। গত বছরের জুনে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত-পাকিস্তানের শেষ সাক্ষাৎ হয়েছিল।
পাকিস্তানের বিরুদ্ধে ১২টি একদিনের ম্যাচ খেলেছেন বিরাট। দু’টি শতরান এবং একটি অর্ধশতরান সহ ৪৫.৯০ গড়ে তাঁর রান ৪৫৯। পাকিস্তানের বিরুদ্ধে ৬টি টি-২০ ম্যাচে দু’টি অর্ধশতরান সহ ৮৪.৬৬ গড়ে বিরাট ২৫৪ রান করেছেন। সর্বোচ্চ রান অপরাজিত ৭৮। তবে পাকিস্তানের বিরুদ্ধে এখনও পর্যন্ত টেস্ট ম্যাচ খেলার সুযোগ পাননি বিরাট। বর্তমানে ভারতীয় টেস্ট দলের সদস্যদের মধ্যে পার্থিব পটেল ছাড়া কেউই পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট খেলেননি। তবে আর্থারের আশা, ভবিষ্যতে পাকিস্তান সফরে যাবে ভারতীয় দল।
বিরাট কোহলির পক্ষে পাকিস্তানে সেঞ্চুরি করা কঠিন হবে, দাবি মিকি আর্থারের
Web Desk, ABP Ananda
Updated at:
07 Feb 2018 02:11 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -