পুনেতে হারায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ধোনির এই রেকর্ডের পুনরাবৃত্তি আর ঘটাতে পারবেন না কোহলি
ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১০ টি ম্যাচে ভারতকে নেতৃত্ব দিয়েছেন ধোনি। এরমধ্যে জিতেছেন ৮ টিতে, ড্র হয়েছে দুটি ম্যাচ। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি ম্যাচেও হারেননি অধিনায়ক ধোনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅস্ট্রেলিয়ার কাছে হেরে ভারতের টানা ১৯ টেস্ট জয়ের ধারায় ছেদ পড়েছে। সিরিজের প্রথম ম্যাচে পুনেতে ভারতকে ৩৩৩ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি সিরিজের প্রথম ম্যাচে হারলেও ভারত এখনও ফেভারিট। কিন্তু এ কথা পরিষ্কার অসিদের বিরুদ্ধে ঘরের মাঠে অধিনায়ক হিসেবে ধোনির মতো অপরাজিত থাকার রেকর্ডের মালিক আর হতে পারবেন না কোহলি।
দেশের মাঠে ধোনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনটি সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন। কিন্তু একটিও টেস্ট হারেননি। ২০০৮-০৯ তে রিকি পন্টিংয়ের অস্ট্রেলিয়া চার ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ভারতে এসেছিল। ধোনি ব্রিগেড সিরিজে ২-০ তে হারিয়েছিল অসিদের। ২০১০-১১ তে ধোনির ভারত ২-০ তে সিরিজ জিতেছিল। ২০১২-১৩ তে মাইকেল ক্লার্কের অস্ট্রেলিয়াকে ৪-০ তে সিরিজে হারিয়েছিল ধোনির ভারত।
ভারতের অন্যতম সেরা অধিনায়ক হওয়ার সম্ভাবনা কোহলির মধ্যে পুরোদস্তুর রয়েছে। কিন্তু পুনেতে হারের পর পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে অপরাজিত থাকার সুযোগ আর রইল না কোহলির।
পুনের টেস্টে এই হারের ফলে ভারতের অধিনায়ক বিরাট কোহলি তাঁর পূর্বসুরী মহেন্দ্র সিংহ ধোনির মতো একটি রেকর্ডের অধিকারি হওয়ার সুযোগ হারালেন। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অধিনায়ক ধোনির এই রেকর্ডটি রয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -