নয়াদিল্লি: গতকাল থেকে শুরু হয়ে গিয়েছে দক্ষিণ আফ্রিকার (Ind vs Sa) বিরুদ্ধে টি২০ সিরিজের (T20 Series) লড়াই। যদিও প্রথম ম্যাচে বৃষ্টির জন্য এক বল খেলা যায়নি। এমনকি টস পর্যন্ত করা যায়নি। তবে এর মধ্যেই ২ ম্যাচের টেস্ট সিরিজ নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে।
আগামী ২৬ শে ডিসেম্বর থেকে প্রথম টেস্ট খেলতে নামবে ভারত দক্ষিণ আফ্রিকা (India vs South Africa Test Series)। আর এই সিরিজেই ভারতের সাফল্য পুরোটাই নির্ভর করছে বিরাট কোহলি পারফরম্যান্সের উপর, এমনটাই মনে করেন জ্যাক কালিস। এক সাক্ষাৎকারে প্রাক্তন প্রোটিয়া কিংবদন্তি অলরাউন্ডার বলেন, " বিরাট একজন অসাধারণ প্লেয়ার। যেখানেই খেলেছি সেখানেই সাফল্য পেয়েছে। দক্ষিণ আফ্রিকার মাটিতেও ওর পারফরম্যান্স যথেষ্ট ভাল। এখানকার পরিবেশে কীভাবে খেলতে হবে তা ওর থেকে ভাল, ভারতীয় দলে আর কেউ জানে না। আমি মনে করি ভারতীয় দলের তরুণ ক্রিকেটারদের ও অনেক পরামর্শ দিতে পারবে।"
কালিস আরও বলেন, "বিরাট এই মুহূর্তে দুর্দান্ত ফর্মে রয়েছে। বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করেছে ও। আমি নিশ্চিত যে, দক্ষিণ আফ্রিকার মাটিতে ভারতের সাফল্য অনেকটাই নির্ভর করছে বিরাট কেমন খেলে তার ওপর। ভারত যদি আসন্ন টেস্ট সিরিজে ভাল পারফর্ম করে, তার অর্থ বিরাটও দারুণ পারফর্ম করতে চলেছে টেস্ট সিরিজে।"
দক্ষিণ আফ্রিকার মাটিতে এখনো পর্যন্ত আটটি টেস্ট সিরিজ খেলে কোনওটিতেই জিততে পারেনি ভারতীয় দল। বিদেশের মাটিতে বলতে গেলে একমাত্র প্রোটিয়া সফরেই টেস্টে সাফল্য পায়নি ভারত। তবে বিরাট কোহলি টেস্টে দক্ষিণ আফ্রিকার মাটিতে সাফল্য পেয়েছেন। ১৪ ইনিংসে কিং কোহলির ঝুলিতে রয়েছে মোট ৭১৯ রান। গড় ৫১-র উপরে। অর্থাৎ এই পরিসংখ্যান দেখলেই বোঝা যাচ্ছে কালিস যা বলেছেন তা একেবারেই কিন্তু ভুল বলেননি।
এদিকে গতকাল প্রথম টি টোয়েন্টি ম্যাচের আগে থেকেই ডারবানের আকাশ মেঘাচ্ছন্ন ছিল। মাঠও কভারে ঢাকা ছিল। ম্যাচ শুরুর আগেই শুরু হয় বৃষ্টি। সেই বৃষ্টির জেরে এক বলও খেলা সম্ভব হয়নি। টসও হয়নি। তিন ম্যাচের টি-টোয়েন্টিতে মঙ্গলবার, ১২ ডিসেম্বর, জেবারখায় দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল। সিরিজ়ের শেষ ম্যাচ জোহানেসবার্গের ১৪ ডিসেম্বর। আজ থেকে সিরিজ় শুরু হলেও, এখনও কিন্তু দলের সঙ্গে রামধনুর দেশে যোগ দেননি দীপক চাহার।